-->
শিরোনাম

যে কোন জায়গায় লড়তে প্রস্তুত আছি, এনামুর রহমানকে সাইফুল ইসলাম

সাভার (ঢাকা) প্রতিনিধি
যে কোন জায়গায় লড়তে প্রস্তুত আছি, এনামুর রহমানকে সাইফুল ইসলাম

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নৌকা মার্কার প্রার্থী, ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে চ্যালেঞ্জ করেছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি বলেছেন, আমি মাননীয় প্রতিমন্ত্রী এনাম মহোদয়কে চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনি যদি আমার সঙ্গে ভায়োলেন্স করতে চান। আপনি ঘোষণা দিয়ে করেন। আমি নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাই না। এজন্য আমি কোন কিছু নিজে করতে যাই না। আমি মিডিয়া এবং পুলিশ প্রশাসনকে জানাই। উনার যদি শক্তি থাকে উনি আমাকে ঘোষণা দিয়ে বলুক কোথায় আমার সাথে লড়তে চায়। আমি সাভারের যে কোন জায়গায় উনার সাথে লড়তে প্রস্তুত আছি।

 

নির্বাচনী প্রচারণার সময় মুহাম্মদ সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার পোস্টার সাভার পৌরসভায় লাগানো হচ্ছিল। তখন প্রতিমন্ত্রী এনাম মহোদয় নিজে সেখানে উপস্থিত ছিলেন। উনি গাড়ি থেকে নেমে একটি গালি দিয়ে উনার ক্যাডারদের কে বলেছেন, এদের পিটাও এবং পোস্টার সব ছিঁড়ে ফেলো। উনি এটি নিজে করেছে। এসময় তিনি আরও বলেন, আমাকে আমার কর্মীরা জানানোর পরে আমি সাভার থানায় ফোন করে জানিয়েছি। সাথে সাথে পুলিশ পাঠিয়েছে। সেখানে পুলিশ গিয়ে দেখেছে, আমার লোকজনকে মারধর করেছে এগুলো দেখেছে এবং পোস্টার ছিড়ে ফেলেছে সেগুলোও দেখেছে।

 

তিনি বলেন, আমি ওনাকে বলতে চাই, নির্বাচনের পরিবেশ সুস্থ রাখুন।

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন মুহাম্মদ সাইফুল ইসলাম।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version