দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে দলমত নির্বিশেষে সমর্থন দিয়েছে মোংলাস্থ বাগেরহাটের ব্যবসায়ীগন। মঙ্গলবার(২ জানুয়ারী) রাতে ব্যবসায়ী এস এম মাহতাব হোসেন এর বাড়ী প্রাঙ্গনে মতবিনিময় সভায় এ সমর্থনের কথা জানান উপস্থিত ব্যবসায়ীরা।
মোংলাস্থ বাগেরহাটের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত বিশিষ্ট ব্যবসায়ী ও মোংলা পৌরযুব লীগের সহসভাপতি এস এম মাহতাব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৩ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুর রউফ, মোংলা পোট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, মোংলা উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইসচেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, মোংলা পোট পৌরসভার সাবেক মেয়র শেখ আবদুস সালাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম।
সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,মোয়াজ্জেম হোসেন রানা,আইয়ুব আলী,মোঃ ওমর ফারুক, নিয়ামুল হক, ও বুল বুল। ব্যবসায়ীরা বলেন,দির্ঘদিন তারা শান্তিপূর্ণ ভাবে মোংলা বাজারে তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদের দাবি , খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক ও তার সহ ধর্মিনী বর্তমান সংসদ সদস্য ও উপমন্ত্রী হাবিবুন নাহার কতৃক ব্যবসায়ীদের প্রতি সুনজর ও নিয়মিত ব্যবসায়ীদের খোজ খবর রাখার কারনে তারা কোন রকম হয়রানী ছাড়া তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। তাই আগামী ৭ জানুয়ারী দলমত নির্বিশেষে নৌকায় ভোট বেগম হাবিবুন নাহারকে পুনরায় নির্বাচিত করার অঙ্গিকার করেন তারা।
এসময় উপমন্ত্রী বেগম হাবিনুন নাহার বলেন, তিনি ও খুলনার সিটি মেয়র মানুষের কল্যানে রাজনীতি করেন। তাই মানুষের পাশে থাকতেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকেন রামপাল-মোংলায়। জনগন আবারও নির্বাচিত করলে শুধু মোংলাস্থ বাগেরহাটের ব্যবসায়ীরা নয়, মোংলা বাজারের সকল ব্যবসায়ীরা শান্তিপূর্ন ভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন। তিনি সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবেন।
সভার সভাপতি এস এম মাহতাব হোসেন বলেন, মোংলাস্থ বাগেরহাটের ব্যবসায়ীরা নৌকা প্রতিকে বেগম হাবিবুন নাহারকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের স্বার্থে। তাই সকল ব্যবসায়ীদের উদ্যেগে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় সকল ব্যবসায়ীরা নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য একমত পোষন করেন। সভায় কয়েকশ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/অ
মন্তব্য