-->
বরগুনা-১

জাল ভোট দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড

বরগুনা প্রতিনিধি
জাল ভোট দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড
কারাদণ্ডের কপি ও দণ্ডিত মো. ছাবেত হোসেন

বরগুনা-১ আসনের (বরগুনা সদর, আমতলী ও তালতলী) নির্বাচনী এলাকার জাল ভোট দিতে গিয়ে মো. ছাবেত হোসেন (১৮) নামের এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

বোরবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়নের ৮৫ নম্বর ভোটকেন্দ্র পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ভোটকেন্দ্রে কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক মো. লিটন আকন।

 

দণ্ডিত মো. ছাবেত হোসেন সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়নের বাইনসমত্ত গ্রামের বাসিন্দা মো. ছগির মিয়ার ছেলে।

 

পরীক্ষার মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাডিং অফিসার আঃ সালাম বলেন, বোকাস ভোট দিতে এসে ধরা পরায় তাকে ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। বরগুনা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, দন্ডবিধি ১৮৬০- ১৭১(চ) এর মাধ্যমে অপরাধীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

 

এ বিষয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. লিটন বলেন, সকাল ১০ টার দিকে একবার ভোট দেন সাব্বির। পরে আবারও তিনি ভোট দিতে কেন্দ্রে আসেন। এ সময় পোলিং অফিসার তাকে যাচাই বাছাই করে জাল ভোটের বিষয়টি নিশ্চিত হন। পরে কেন্দ্রে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এ সময় তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version