-->
শিরোনাম

প্রকাশ্যে নৌকায় ভোট দিলেন শাহজাহান ওমর

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ্যে নৌকায় ভোট দিলেন শাহজাহান ওমর
সাংগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শাহজাহান ওমর

আজ রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার সাংগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শাহজাহান ওমর। প্রকাশ্যে নৌকা প্রতীকে সীল দিয়ে নিজের ভোট প্রদান করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের আলোচিত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম।

 

সকাল ১০ টার দিকে উপজেলার সাংগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

 

এ আসনে বিএনপি থেকে বহিস্কৃত ভাইসচেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর ও লাঙ্গল প্রতীকের এজাজুল হক ও সতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলামসহ ৮ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

 

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুইটি আসনের ২৩৭ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

সকাল থেকে কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকলেও বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে প্রতিটি কেন্দ্রেই পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে জানিয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

 

নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষে জেলায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। জেলার দুইটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৫৪ হাজার ১৬৪ জন। এর মধ্যে নারী ভোটার ২ লক্ষ ৭২হাজার ৩৯৮ জন এবং পুরুষ ২ লক্ষ ৮১হাজার ৬৬০ জন। ঝালকাঠির দুইটি আসনে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এর মধ্যে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমরসহ ৮জন এবং ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ ৩জন প্রার্থী রয়েছেন। দুটি আসনে ২৩৭ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version