প্রকাশ্যে সিল মারতে বাধ্য করা, এজেন্ট বের করে দেওয়া এবং নৌকার প্রার্থীর পক্ষে জাল ভোটের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো.জামিল হোসাইন।
ঈগল প্রতীকের এই প্রার্থী রোববার দুপুর ১ টায় তার বাস ভবনে প্রেস ব্রিফিং করে ভোট বর্জনের ঘোষণা দেন।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ।
জামিল হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন হবে বলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন।
জামিল হোসেন তার নিজ বাড়ি এলাকার কেন্দ্রেও ভোট কেটে নেওয়ার অভিযোগ তোলেন। বলেন, ম্যাজিস্ট্রেট আসলে ভোট কাটা বন্ধ হয়, চলে গেলে আবার শুরু হয়। তাই সুষ্ঠু নির্বাচনে পরিবেশ না থাকায় তিনি নির্বাচন বর্জন করেছেন।
প্রেস ব্রিফিংয়ের সময় জামিল হোসেনের স্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শারমিন রিমা কান্নায় ভেঙে পড়েন। তিনি প্রধানমন্ত্রীর নিকট সুষ্ঠু বিচারের দাবি জানান।
ভোরের আকাশ/মি
মন্তব্য