দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. মোতাহার হোসেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।
১৩২টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনে নির্বাচনে লড়েছেন ৫ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মোতাহার হোসেন ৮৯ হাজার ৯০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী মোতাহার হোসেনের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান প্রধান ঈগল প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ২৩২ ভোট।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী লালমনিরহাট-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ১২২ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৪৫৫ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজর ৬৬ জন।
ভোরের আকাশ/ সু
মন্তব্য