ঢাকা, ২৮ অক্টোবর — রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সোমবার লগি-বৈঠার ঘটনার স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আওয়ামী লীগের নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "যারা জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগ দেশের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে, যা জাতির জন্য ক্ষতিকর।"
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, "জামায়াত ও বিএনপিসহ সব বিরোধী দল একসাথে কাজ করলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। তা না হলে প্রতিবেশী দেশ আমাদের নিয়ে খেলতেই থাকবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত হাসিনা ও আওয়ামী লীগবিহীন বাংলাদেশ গঠন।"
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, "এই নৃশংসতার মূল মাস্টারমাইন্ড শেখ হাসিনা। ক্ষমতায় এসে সেই মামলা খারিজের ব্যবস্থা করেছিলেন তিনি। এখন সময় এসেছে পুনরায় সেই মামলা চালু করে বিচারকার্য শুরু করার।"
ডা. শফিকুর রহমান আরও বলেন, "আমরা লুটের মালে ভাগ বসাবো না। আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, তবে আমরা সেবক হবো, চৌকিদার হবো।" তিনি দাবি করেন, "ফ্যাসিস্টদের অপশক্তি নির্মূল করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জনগণের সমর্থন চাই।"
আলোচনা সভায় নেতারা জনগণকে সচেতন হতে আহ্বান জানান এবং বলেন, “যারা দেশকে বিভক্ত করছে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।”
ভোরের আকাশ/রন
মন্তব্য