-->

মাওলানা ভাসানী স্মরণে সমবেশ

প্রেস বিজ্ঞপ্তি
মাওলানা ভাসানী স্মরণে সমবেশ

গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়েছে।

আগামী শুক্রবার বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে বক্তব্য দেবেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমি, মনির উদ্দীন পাপ্পুসহ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী ও সদস্যরা। সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

মাথাল মার্কার অধিকারী এই দলটি ১৫ তারিখের জনসভায় দেশবাসীকে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

তাঁরা আহ্বান করেছেন মওলানা ভাসানীর পথ ধরে বাংলাদেশে সার্বভৌম রক্ষার রাজনীতি শক্তিশালী করতে হবে। গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের গণমানুষের দায়িত্ব হলো দেশের ওপর সাম্রাজ্যবাদী যত প্রকারের হস্তক্ষেপ রয়েছে তার আশংকা হতে মুক্ত হওয়া এবং ভারতীয় আধিপত্যের সামান্য প্রভাব যদি থেকে থাকে তা হতে মুক্ত রাষ্ট্র গড়তে হবে। "মওলানা ভাসানীর সেই ঐতিহাসিক ভাষণ হলো পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করতে নয়।"এবং দেশ ও গণমানুষের সকল শত্রুর প্রতি "খামোশ"।

গণসংহতি আন্দোলন ঢাকাস্থ প্রত্যেক নেতাকর্মীকে ভাসানীর এই সমাবেশ সফল করতে আহবান জানিয়েছে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version