মায়ের শোককে শক্তিতে রূপান্তরিত করে মানবসেবার অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক
মায়ের শোককে শক্তিতে রূপান্তরিত করে মানবসেবার অনন্য দৃষ্টান্ত

মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে চলেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদিকা অপর্না রায় দাস ।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে, নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে তিনি দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় বক্তারা বলেন, মাত্র একদিন আগেই মাকে হারিয়ে শোকাহত অপর্না রায় । তবুও দেশের মানুষের জন্য তার অব্যাহত কর্মপ্রচেষ্টা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। নিজের ব্যক্তিগত কষ্টকে পিছনে ফেলে মানবসেবার এই উদ্যোগ নিঃসন্দেহে সকলের কাছে অনুকরণীয়।

দেশ ও জনগণের প্রতি অপর্না রায় দাসের এই আত্মত্যাগ ও দায়বদ্ধতা বিএনপির মানবিক ও জনবান্ধব নীতিরই প্রতিফলন। তারা আরো বলেন , শ্রদ্ধা জানাই এই সংগ্রামী নারীর প্রতি, যিনি শোককে শক্তিতে রূপান্তর করে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য