-->
শিরোনাম

ধেয়ে আসছে অতিকায় গ্রহাণু!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ধেয়ে আসছে অতিকায় গ্রহাণু!
প্রতীকী ছবি

অতিকায় একটি গ্রহাণু ধেয়ে আসছে, যে ভবিষ্যদ্ববাণী প্রায় ৫০০ বছর আগেই করেছিলেন ফরাসি দার্শনিক নস্ত্রাদামুস।

সম্প্রতি ‘দ্য সান’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭৪৮২ (১৯৯৪ পিসি১) নামের গ্রহাণুটি যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়ে আড়াই গুণ উচ্চতার। তবে ৩ হাজার ২৮০ ফুট ব্যাসের গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো বিপদ বয়ে আনছে না। আগামী ১৮ জানুয়ারি গ্রহাণুটির পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসার কথা। তবে গ্রহাণুটির সংঘর্ষ হবে না, নিরাপদ দূরত্ব রেখেই চলে যাবে সেটি।

সেদিন গ্রহাণুটির সঙ্গে পৃথিবীর ন্যূনতম দূরত্ব থাকবে ০.০১৩ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট বা ১২ লাখ মাইল, যা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় পাঁচ গুণ।

নস্ত্রাদামুসের অনেক ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছে। অ্যাডল্ফ হিটলারের স্বৈরাচারী শাসন থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত- বিশ্বের বিভিন্ন বড় ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। এই সময়ে এই ধরনের গ্রহাণুর পৃথিবীর দিকে ধেয়ে আসার কথাও বলে গেছেন তিনি।

সূত্র: দা সান, টেক জুম

মন্তব্য

Beta version