প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে এ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি। উভয়পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দেশে বসে সই করেন।রোববার (৩০ জানুয়ারি) ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস এসব তথ্য জানায়।এমওইউটি গত বছরের নভেম্বরে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়া পাঠানো হয়।
গত ২৭ জানুয়ারি ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাংগুণ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী প্রকৌশলী ইয়াফেস ওসমানের সঙ্গে সাক্ষাৎ করে কোরিয়ার মন্ত্রী লিম হেইসুকের সই করা এমওইউটি হস্তান্তর করেন।দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানায়, এই সমঝোতা স্মারক সই হওয়ার ফলে উভয় দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার হবে।
মন্তব্য