আধুনিক প্রযুক্তির সুবিধা ব্যবহার করে দেশের নাগরিকদের জন্য আয়কর জমা দেওয়ার প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক ভিডিও বার্তায় ঘোষণা করেছেন, এখন থেকে ব্যাংকে বা আয়কর অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে ঝামেলা পোহাতে হবে না। বরং, নাগরিকরা ঘরে বসেই আয়কর জমা দিতে পারবেন।
ভিডিওতে ড. ইউনূস বলেন, "আপনাদের দেওয়া কর-ই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু করের টাকা জমা দিতে গিয়ে যেসব সমস্যা পোহাতে হয়, সেগুলো আর থাকবে না।"
তিনি উল্লেখ করেন, ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর শহরের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তাদের জন্য অনলাইনে আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশের অন্যান্য নাগরিকদের জন্যও অনলাইনে ই-রিটার্ন জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।
ড. ইউনূস আরও বলেন, "যেসব প্রতিষ্ঠান বেশি আয়কর রিটার্ন অনলাইনে জমা দেবে, তাদের জন্য জেলা ও শহরে প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।" তিনি দেশের মানুষকে তাদের আত্মীয়-স্বজন ও বন্ধুদেরকে অনলাইনে আয়কর জমা দেওয়ার পদ্ধতি শেখানোর আহ্বান জানান এবং তরুণ-তরুণীদের করদাতাদের সহায়তা করার জন্য উৎসাহিত করেন।
তিনি বলেন, "ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে।" ক্রমে সব ধরনের কর অনলাইনে সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে সরকার, যাতে সবার জন্য আয়কর দেওয়ার অভিজ্ঞতা মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হয়।
ভোরের আকাশ/রন
মন্তব্য