গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া

অনলাইন ডেস্ক
গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া

রাশিয়ার টাগানস্কি জেলা আদালত মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে, যা বিশ্ব অর্থনীতির মোট আকারকেও ছাড়িয়ে যায়। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, জরিমানার অঙ্ক প্রায় ৩৬টি শূন্যসহ একটি সংখ্যা, যা অভাবনীয় ও প্রতীকী একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত। মূলত ইউটিউবে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান সম্পর্কিত কিছু 'ভুল তথ্য' সরানোর নির্দেশ অমান্য করায় গুগলকে এ জরিমানা আরোপ করা হয়।

রাশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাদজর জানিয়েছে, ইউটিউবে কিছু বিষয়বস্তু দেশটির সামরিক বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করছে এবং তা রাশিয়াবিরোধী প্রচারণায় ব্যবহৃত হতে পারে। গুগলকে প্রো-রুশ চ্যানেল পুনঃস্থাপন করার নির্দেশও দেওয়া হয়েছিল, যা কোম্পানিটি উপেক্ষা করে। জরিমানার এ বিপুল অঙ্ককে প্রতীকী উল্লেখ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি রাশিয়ার গণমাধ্যমের ওপর ইউটিউবের নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশটির গুরুত্বকে তুলে ধরার পদক্ষেপ।

২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর গুগল তার রাশিয়ান কার্যক্রম সীমিত করে, যদিও পুরোপুরি বন্ধ করেনি। এ ঘটনায় গুগল এখনও কোনো মন্তব্য করেনি, তবে কোম্পানির সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে রাশিয়ার সাথে চলমান আইনি ঝামেলা উল্লেখ করা হয়েছে।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য