রাশিয়ার টাগানস্কি জেলা আদালত মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে, যা বিশ্ব অর্থনীতির মোট আকারকেও ছাড়িয়ে যায়। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, জরিমানার অঙ্ক প্রায় ৩৬টি শূন্যসহ একটি সংখ্যা, যা অভাবনীয় ও প্রতীকী একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত। মূলত ইউটিউবে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান সম্পর্কিত কিছু 'ভুল তথ্য' সরানোর নির্দেশ অমান্য করায় গুগলকে এ জরিমানা আরোপ করা হয়।
রাশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাদজর জানিয়েছে, ইউটিউবে কিছু বিষয়বস্তু দেশটির সামরিক বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করছে এবং তা রাশিয়াবিরোধী প্রচারণায় ব্যবহৃত হতে পারে। গুগলকে প্রো-রুশ চ্যানেল পুনঃস্থাপন করার নির্দেশও দেওয়া হয়েছিল, যা কোম্পানিটি উপেক্ষা করে। জরিমানার এ বিপুল অঙ্ককে প্রতীকী উল্লেখ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি রাশিয়ার গণমাধ্যমের ওপর ইউটিউবের নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশটির গুরুত্বকে তুলে ধরার পদক্ষেপ।
২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর গুগল তার রাশিয়ান কার্যক্রম সীমিত করে, যদিও পুরোপুরি বন্ধ করেনি। এ ঘটনায় গুগল এখনও কোনো মন্তব্য করেনি, তবে কোম্পানির সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে রাশিয়ার সাথে চলমান আইনি ঝামেলা উল্লেখ করা হয়েছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য