মৃত্যুর সম্ভাব্য তারিখ পূর্বাভাস দিতে সক্ষম একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই (AI) চালিত ক্যালকুলেটর (calculator) তৈরি করেছেন যুক্তরাজ্যের গবেষকরা। হৃদরোগে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর ঝুঁকি ও স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে আগাম সতর্কবার্তা দিতে এআই-ইসিজি রিস্ক এস্টিমেটর (AI-ECG Risk Estimator) (AIRE) নামে পরিচিত এই টুল (tool)টি আগামী বছর থেকে লন্ডনের দু’টি হাসপাতালে ট্রায়ালে (trial) ব্যবহার শুরু হবে এবং সফল হলে পরবর্তী পাঁচ বছরে যুক্তরাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালে এর বিস্তৃত প্রয়োগের পরিকল্পনা রয়েছে।
ল্যানচেট ডিজিটাল হেলথ (Lancet Digital Health) -এ প্রকাশিত গবেষণায় উল্লেখ করা হয়েছে, প্রায় ১ লাখ ৮৯ হাজার রোগীর ১১ লাখ ৬০ হাজার ইসিজি (ECG) রিপোর্ট বিশ্লেষণ করে এআই টুল (AI tool)টি প্রশিক্ষিত করা হয়েছে। গবেষণায় দাবি করা হয়েছে, এই ক্যালকুলেটর (calculator) প্রায় ৭৬ শতাংশ ক্ষেত্রে ভবিষ্যতের হার্ট রিদম (Heart Rhythm) -এর সমস্যা এবং ধমনী সংকোচনের ঝুঁকি সঠিকভাবে পূর্বাভাস দিতে সক্ষম। এ কারণে এটি ‘এআই ডেথ ক্যালকুলেটর (AI Death Calculator)’ নামেও পরিচিতি পেয়েছে।
এই এআই টুল (AI tool)টি গুরুতর হৃদরোগের ঝুঁকির পূর্বাভাস দিতে পারে যা এমনকি অভিজ্ঞ চিকিৎসকের জন্যও চিহ্নিত করা কঠিন। রোগের ঝুঁকি আগে থেকে বুঝতে পারলে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া আরও সহজ হবে। গবেষকদের মতে, ভবিষ্যতে প্রতিটি ইসিজি রিপোর্ট (ECG Report) -এর মাধ্যমে রোগীর মৃত্যুর সম্ভাবনা নির্ধারণ করা সম্ভব হবে, যা হৃদরোগের চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও সুরক্ষিত করবে।
ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (National Health Service) (এনএইচএস) (NHS) ট্রায়াল (trial) আয়োজনের মাধ্যমে এই প্রযুক্তির কার্যকারিতা মূল্যায়ন করবে। ডেইলি মেইল (Daily Mail) -এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইম্পেরিয়াল কলেজ হেলথকেয়ার (Imperial College Healthcare) -এর কার্ডিওলজিস্ট (cardiologist) ফু সিয়ং (Fu Siong) মন্তব্য করেন, “প্রতিটি ইসিজি রিপোর্টকে AIRE মডেলে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। এভাবে ঝুঁকির পরিমাণ সহজেই নজরে আসবে এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”
যদিও AIRE-এর মাধ্যমে হৃদরোগের ঝুঁকি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা সম্ভব, তথাপি ব্যক্তিগত জীবনযাপন, শারীরিক অবস্থা ও আচমকা অসুস্থতার মতো বিভিন্ন বিষয় সরাসরি এতে অন্তর্ভুক্ত নয়। ফলে এই টুল (tool) -এর পূর্বাভাসে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির কারণে চিকিৎসাসেবায় এআই (AI)-এর ব্যবহার দ্রুত বাড়ছে, আর নতুন এই প্রযুক্তি হৃদরোগ প্রতিরোধে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য