-->
শিরোনাম
জাতীয় অ্যালেটিকস

লন্ডন প্রবাসী ইমরানুর দ্রুততম মানব, মানবী সুমাইয়া

ক্রীড়া প্রতিবেদক
লন্ডন প্রবাসী ইমরানুর দ্রুততম মানব, মানবী সুমাইয়া
দ্রুততম মানব ও মানবী

অনেকটা আসলেন, দেখলেন এবং জয় করলেন। জাতীয় অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে এমন ঘটনা ঘটেছে। সোমবার পুরুষ ইভেন্টে লন্ডন প্রবাসী ইমরানুর রহমান দ্রুততম মানব হয়েছেন। আর দ্রুততম মানবী হয়েছেন বিকেএসপির সুমাইয়া দেওয়ান।

ইমরানুর রহমান যে চমক দেখাতে পারেন তার ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। সোমবার সকালে হিটে তিনি প্রথম হয়েছিলেন। সে ধারাবাহিকতা ধরে রেখে চূড়ান্ত দৌড়ে তিনি প্রথম হন। হ্যান্ড টাইমিংয়ে তিনি সময় নেন ১০.৩ সেকেন্ড। আর ইলেকট্রনিকে তার টাইমিং ছিল ১০.৫ সেকেন্ড। ইংলেকট্রনিক টাইমিংয়ের হিসেবে এটা সেরা টাইমিং। এর আগে সেরা টাইমিং ছিল মাহবুবের। ১০.৫৪ সেকেন্ড টাইমিং ছিল তার। নব্বই দশকে তিনি এ কীর্তি গড়েছিলেন। ইমরানের চমকে ম্লান হয়েছেন গত কয়েকবারের দ্রুততম মানব ইসমাইল। তৃতীয় হয়েছেন তিনি।

এদিকে সুমাইয়া দেওয়ান হ্যান্ডটাইমিংয়ে সময় নিয়েছেন ১২.২০ সেকেন্ড। আর ইলেকট্রনিক টাইমিংয়ে তার সময় ১২.৩০ সেকেন্ড। গত কয়েকবারের দ্রুততম মানবী শিরিন আক্তারও দৌড়ে অংশ নিয়েছিলেন। কিন্তু ফিনিশিংয়ে পড়ে যান তিনি।

মন্তব্য

Beta version