ইংলিশ প্রিমিয়ার লিগ

ওল্ড ট্রাফোর্ডে ৪০ বছরে ওয়ান্ডারার্সের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক
ওল্ড ট্রাফোর্ডে ৪০ বছরে ওয়ান্ডারার্সের প্রথম জয়
গোলের পর ওয়ান্ডারার্স খেলোয়াড়দের উল্লাস

নতুন বছরের শুরুটা স্বস্তির হলো না ক্রিশ্চিয়ানো রোনালদোর। সে সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডেরও। কেননা ২০২২ সালের প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ হজম করতে হয়েছে তাদের। সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে নিজেদের মাঠে হেরে গেছে তারা। ১-০ গোলে জয় পেয়েছে ওয়ান্ডারার্স। ৮২ মিনিটে একমাত্র গোলটি করেন হোয়াও মৌতিনহো।

ম্যানচেস্টার ইউনাইটেডের অস্থায়ী কোচ রালফ র‌্যাংনিকের এটি প্রথম হার। অন্যদিকে ১৯৮০ সালের পর ওল্ড ট্রাফোর্ডে এটি ওয়ান্ডারার্সের প্রথম জয়। এ ম্যাচের আগে দুই দলের মাঝে বেশ পার্থক্য থাকলেও ম্যাচের পর দুটো দলই কাছাকাছি অবস্থানে চলে এসেছে। ১৯ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে ম্যানইউ রয়েছে সপ্তম স্থানে। আর ওয়ান্ডারার্স অষ্টম স্থানে। তাদের পয়েন্ট ২৮।

ম্যানইউ অবশ্য এ ম্যাচে বেশ কিছু অভিযোগ জানাতে পারে। তবে যোগ্য দল হিসেবেই ওয়ান্ডারার্স জয় পেয়েছে। একের পর এক ওয়ান্ডারার্স ম্যানইউয়ের রক্ষণভাগে আক্রমণ রচনা করেছে। তবে ম্যানইউয়ের ভাগ্য ভালো যে, তারা আগেভাগে গোল হজম করেনি। ওয়ান্ডারার্সকে ৮২ মিনিট পর্যন্ত গোল থেকে দূরে রাখার কৃতিত্ব তারা দাবি করতেই পারে।

হোয়াও মৌতিনহো অসাধারণ গোল করেন। ম্যানইউয়ের বিপদ সীমানার ঠিক বাইরে থেকে যে শটটি নেন তা ডেডিভ গিয়াকে থামানোর কোনো সুযোগ দেয়নি। বল তার ডান পাশের পোস্ট ঘেঁষে জালে আশ্রয় নেয়। এ গোলের পর মৌতিনহোর উচ্ছ্বাস দেখার মতো হয়েছিল। কেননা দীর্ঘ ৪২ বছর ওল্ড ট্রাফোর্ডে ওয়ান্ডারার্সের জয়ের নায়ক তিনি। যা তাকে ইতিহাসের পাতায় স্থান করে দেবে।

ম্যাচ শেষে ম্যানইউ কোচ রালফ র‌্যাংনিক বলেন, ‘আমরা এ ম্যাচে দল হিসেবে খেলতে পারিনি। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো ছিল না। প্রথমার্ধে তারা আমাদের ওপর খুব চাপ তৈরি করেছিল। আমাদের গোল মুখ থেকে তাদেরকে দূরে রাখা কঠিন হয়ে পড়েছিল। তাছাড়া আমরা তাদের ওপর তেমন একটা চাপ তৈরি করতে পারিনি। আমরা চেষ্টা করিছি, কিন্তু তাদের ওপর চাপ তৈরির মতো পরিস্থিতি তৈরি করতে পারিনি। তারা মাঝমাঠে এবং দুই উইংয়ে ভালো খেলেছে।’

এদিকে এমন এক জয়ের পর ব্রুনো লাগে তার শিষ্যদের প্রশংসায় ভাসাবেন এটাই স্বাভাবিক। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা ওল্ড ট্রাফোর্ডে জিতেছি। আমাদের জন্য এটা বিশাল এক অর্জন। আমরা এখানে জয় পেতে এসেছিলাম। প্রথম থেকেই আমরা সেভাবে খেলেছি। বিশেষ করে প্রথমার্ধে আমরা খুবই ভালো খেলেছি। আমাদের ছেলেরা সত্যিকারভাবে দারুণ একটা ম্যাচ খেলেছে।’

ম্যাচের একমাত্র গোলদাতা মৌতিনহো বলেন, ‘ওল্ড ট্রাফোর্ডে নামী একটা দলের বিপক্ষে জয় দারুণ এক ব্যাপার। আমরা এখানে ফুটবল খেলতে এসেছিলাম। প্রথমার্ধে আমরা দারুণ সব সুযোগ তৈরি করেছিলাম। আমরা ম্যাচও নিয়ন্ত্রণ করেছি। তারা একবার মাত্র সুযোগ পেয়েছে।’

অন্যদিকে ম্যানইউয়ের ডিফেন্ডার লুক শ বলেন, ‘আমরা ভালো খেলতে পারিনি। তাদের বিপক্ষে আমরা অসহায় হয়ে পড়েছিলাম। আমরা বল নিয়ন্ত্রণ করতে পারিনি। যেহেতু আমরা বল নিয়ন্ত্রণ করতে পারিনি আমরা আক্রমণাত্মকও হতে পারিনি। আসলে তাদের ওপর আমরা কোনো চাপ তৈরি করতে পারিনি।’

মন্তব্য