নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচ শুরু হয়েছে আজ। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হওয়া ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। মুদ্রা ভাগ্যে জয় পাওয়ার পর প্রত্যাশামতই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ক্রাইস্টচার্চে হচ্ছে ম্যাচটি।
বাংলাদেশের একাদশে এ ম্যাচে পরিবর্তন আবশ্যিক ছিল। কেননা প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তার জায়গায় দলে এসেছেন মোহাম্মদ নাঈম। এছাড়া দলে নেই সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ইনজুরির কারণে তিনিও দল থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে খেলছেন নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড দলেও রয়েছে পরিবর্তন। রাচিন রবীন্দ্রের পরিবর্তে এসেছেন ড্যারেল মিচেল।
বাংলাদেশ: সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড: টম লাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, ড্যারেল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।
মন্তব্য