জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখার পাশাপাশি বিশ্বব্যাপী দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে টানা দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ম্যারাথন।
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২২’ শিরোনামে সোমবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় স্বাগতিক বাংলাদেশসহ ১১টি দেশের মোট ৫৮০ জন দৌড়বিদ। ৪২ দশমিক ১৫ কিলোমিটার দূরত্বের ফুল ম্যারাথন এবং ২১ দশমিক ০৯৭ কিলোমিটার দূরত্বের হাফ ম্যারাথনের ১০টি ক্যাটাগরিতে এই দৌড় প্রতিযোগিতা বনানী আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে শেষ হয় হাতিরঝিলে।
ফুল ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে কেনিয়ার ডিসেন্ট কিপসিং রোনো এবং নারী বিভাগে ইথিওপিয়ার মুলিয়ে ডেকেবো হায়লেমারিয়াম শ্রেষ্ঠত্ব অর্জন করে সংশ্লিষ্ট বিভাগে চ্যাম্পিয়ন হন।
ভিসেন্ট কিপসিং রোনো ফুল ম্যারাথন অতিক্রম করতে সময় নিয়েছেন ২ ঘণ্টা ৯ মিনিট ২৯ সেকেন্ড। ২০ সেকেন্ড বেশি সময় নিয়ে রানারআপ হয়েছেন মরোক্কর ওমর আইত চিতাচেন।
ম্যারাথনে সাফ পুরুষ বিভাগে ভারতের বুগাথা শ্রীনু ও নারী বিভাগে একই দেশের আরতি দত্তাত্রয় পাতিল চ্যাম্পিয়ন হয়েছেন।
হাফ ম্যারাথনে এলিট দৌড়বিদদের পুরুষ বিভাগে কেনিয়ার রনজাস লোকিটান কিলিমু এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ফ্রান্সের সৌকানিয়া এটনেইন।
এদিকে, ফুল ম্যারাথনে বাংলাদেশ পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন নৌবাহিনীর এসএ মো. আসিফ বিশ্বাস এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সেনাবাহিনীর সৈনিক পাপিয়া খাতুন। হাফ ম্যারাথন পুরুষ বিভাগে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মো. আল-আমিন ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হন শামসুন্নাহার রত্না।
এর আগে ভোরে বনানী আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্জ্জুামান খান, এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি।প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। বাসস
মন্তব্য