ক্রাইস্টচার্চ টেস্টে হারের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাঁচে থাকা মুমিনুল বাহিনীকে সাত নম্বরে নেমে যেতে হয়েছে। লম্বা লাফ দিয়ে বাংলাদের জায়গা দখল করেছে সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ড রয়েছে টেবিলের ছয় নম্বরে।
নিউজিউল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তলানি থেকে পাঁচে উঠে এসেছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেই মুদ্রার উল্টো পিঠ দেখল মুমিনুল হকরা। হারতে হয়েছে ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের।
এক হারে পাঁচ থেকে সাত নম্বরে নেমে গেছে লাল-সবুজ দল। লম্বা লাফ দিয়ে বাংলাদের জায়গা দখল করেছে সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ড রয়েছে টেবিলের ছয় নম্বরে।
ম্যাচ হারায় বাংলাদেশের পয়েন্ট কাটা না পড়লেও কমেছে জয়ের শতাংশ। ৩৩.৩৩ থেকে কমে বর্তমানে বাংলাদেশের জয়ের পারসেন্টেজ ২৫। আর জয় পাওয়ায় নিউজিল্যান্ডের পারসেন্টেজ বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৩৩। যার ফলে বাংলাদেশের চেয়ে এক ধাপ উপরে উঠে গেছে নিউজিল্যান্ড।
অপরদিকে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টে সাত উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সাউথ আফ্রিকা। যার ফলে বাংলাদেশের সমান পয়েন্ট থাকলেও জয়ের হিসেবে এক লাফে তলানি থেকে পাঁচে উঠে এসেছে দলটি।
এদিকে টেবিলের শীর্ষস্থান খুইয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশেজের শেষ টেস্টে ড্র করায় দুইয়ে নেমে এসেছে তারা। সেই সুবাদে টেবিলের শীর্ষে উঠে গেছে শ্রীলঙ্কা।
পাকিস্তান ও ভারত যথারীতি ধরে রেখেছে তাদের অবস্থান। এক ধাপ এগিয়ে আটে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। আর টেবিলের তলানিতে রয়েছে ইংল্যান্ড।
মন্তব্য