-->

সাকিবের আরেক কীর্তি

ক্রীড়া প্রতিবেদক
সাকিবের আরেক কীর্তি

টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান ও ৪০০ উইকেটের মাইলফলকে এতদিন ছিল একজনের নাম, ওয়েস্ট ইন্ডিজের ডুয়াইন ব্রাভো। এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল সোমবার বিপিএলে ঢাকার বিরুদ্ধে হেরে যাওয়া ম্যাচে এ কীর্তি গড়েন সাকিব। ৩৯৯ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেছিলেন তিনি। প্রথম ৩ ওভারে ছিলেন উইকেটশূন্য। চতুর্থ ওভারে আউট করেন সাকিব ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। আর তাতে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়ায় ৪০০। আগেই পূর্ণ ছিল ব্যাট হাতে ৫ হাজার রান।

২০০৬ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি দিয়ে সাকিবের যাত্রা শুরু। ৩৫৩তম ম্যাচে এসে পেলেন ৪০০ উইকেটের দেখা। বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে অনেক ফ্র্যাঞ্চাইজির অধীনে টি-টোয়েন্টি খেলেছেন সাকিব। আইপিএল ছাড়াও খেলেছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে। সব মিলিয়ে ৪০০ উইকেট পেতে সাকিবের লাগল ৩৪৭ ইনিংস। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে সাকিবের বোলিং গড় ২১.১৭, ইকোনমি রেট ৬.৮০। ক্যারিয়ারে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুবার।

মন্তব্য

Beta version