-->
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

সেমিতে ওঠার লড়াই শুরু বুধবার

ক্রীড়া প্রতিবেদক
সেমিতে ওঠার লড়াই শুরু বুধবার

পরীক্ষিত আটটি দল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। এর মধ্যে চারটি দল পাবে সেমির টিকিট। এরপর শিরোপা নির্ধারণী ফাইনাল। ক্যারিবীয়ন দ্বীপপুঞ্জে আজ থেকে শেষ চারে ওঠার লড়াই শুরু হবে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বেকাপে বুধবার প্রথম দিনে লড়বে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। বৃহষ্পতিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা মোকাবিলা করবে আফগানিস্তানের। ২৮ জানুয়ারি তৃতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে পাকিস্তান-অস্ট্রেলিয়া। বাংলাদেশের মিশন এর ঠিক একদিন পর। অর্থাৎ ২৯ জানুয়ারি সেমিতে ওঠার লড়াইয়ে মাঠে নামবেন বাংলাদেশের যুবারা। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। গত আসরে এই ভারতকে হারিয়ে বিশ্ব জয় করেন বাংলাদেশের দামাল ছেলেরা। এবার সেই ভারত কোয়ার্টার ফাইনালেই বাংলাদেশের সামনে। ফলে বাংলাদেশের জন্য ম্যাচটি অনেকাংশে ফাইনালের মতোই। এ ম্যাচ জিততে পারলে এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলে ফাইনালে যাওয়া সম্ভব। ভাগ্য ভালো হলে শিরোপা ধরে রাখতে পারে রাকিবুল শিবির।

তবে সেই কাজটি অনেকদূর। তার আগে দুটি বাধা উতরাতে হবে বাংলাদেশকে। গ্রুপ পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ জিতেছে। হেরেছে একটিতে। এই এক হার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে যুবাদের সামর্থ্য নিয়ে। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ইংলিশ যুবাদের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশ। মাত্র ৯৭ রানে অলআউট হন রাকিবুলরা। জবাবে ইংল্যান্ড জিতেছিল ৭ উইকেটে। পরের দুটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল তুলনামুলক দুর্বল। কানাডার সঙ্গে বাংলাদেশ জেতে ৮ উইকেটে। আরব আমিরাতকে হারায় ৯ উইকেটে। এ দুই ম্যাচে জয়ের কারণে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। বিশ^কাপে এখন পর্যন্ত বাংলাদেশ শক্ত দল হিসেবে শুধু পেয়েছে ইংল্যান্ডকে। যেখানে যুবাদের পারফরম্যান্স ছিল বাজে। এবার কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ভারতের বিরুদ্ধে কেমন করবেন যুবারা, তা সময়ই বলে দেবে। এ ম্যাচে যুবাদের সব বিভাগে জ¦লে ওঠার বিকল্প নেই। আর না হলে, গতবারের চ্যাম্পিয়নদের বিদায় নিতে হবে শেষ আট থেকেই।

মন্তব্য

Beta version