তারকাসমৃদ্ধ দল। আছেন ক্রিকেটের তিন পাণ্ডব। অধিনায়ক মাহমুদউল্লাহ। তার সঙ্গে আছে হার্ডহিটার তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা। বিদেশিদের মধ্যে আছেন আন্দ্রে রাসেল ও মোহাম্মদ শেহজাদের মতো ক্রিকেটার। সব মিলিয়ে ঢাকার দলটি তারকায় ঠাসা। কিন্তু তারপরও চলমান বিপিএলে ছন্দে নেই দলটি। চারটি ম্যাচের মধ্যে হেরেছে তারা তিনটিতে। জয় মাত্র একটিতে। ছয় দলের টুর্নামেন্টে ঢাকার অবস্থান সবার নিচে।
এমন দৃশ্য খুবই কষ্টের অধিনায়ক মাহমুদউল্লাহর চোখে। শুক্রবার থেকে বিপিএল শুরু হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। প্রথম দিনেই রয়েছে ঢাকার খেলা। ঢাকা পর্বে ভালো না করতে পারা দলটি চট্টগ্রাম থেকে লড়াইয়ের রসদ নিয়ে ফিরতে চায় ঢাকায়। আজ তাদের প্রতিপক্ষ উদ্দীপ্ত সিলেট। দুটি ম্যাচ খেলা দলটির জয় ও হার সমান একটি করে। মোটামুটি মাঝারি মানের দল গড়েও এখন পর্যন্ত দুটি ম্যাচে সবার সুনাম কুড়িয়েছে মোসাদ্দেক শিবির। ঢাকার বিরুদ্ধে আজ চমক দেখাতে প্রস্তুতি দলটি। ঢাকা কি ঘুরে দাঁড়াতে পারবে চট্টগ্রাম পর্বে? ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুধী স্টেডিয়ামে। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স। চট্টগ্রাম পর্ব শুরুর আগে দেখে নেওয়া যাক ছয় দলের পয়েন্ট তালিকা। দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কুমিল্লা। সেখানে তিন ম্যাচে দুই জয়ে সমান ৪ পয়েন্ট চট্টগ্রামের। আছে একটি হার। নিট রান রেটে পিছিয়ে থাকায় দলটির অবস্থান দ্বিতীয়। এরপরের চারটি দলের পয়েন্টই সমান, ২। নিট রান রেটের হিসেবে যথাক্রমে এর পরের দলগুলো ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, সিলেট সানরাইজার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা।
মিনিস্টার গ্রুপ ঢাকার বিপিএল মিশন শুরু হয় খুলনার সঙ্গে হার দিয়ে। দ্বিতীয় ম্যাচেও হার চট্টগ্রামের সঙ্গে। টানা দুই ম্যাচেই ফিফটি করে নিজেকে জানান দেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তৃতীয় ম্যাচে গিয়ে প্রথম জয় পায় ঢাকা। বরিশালের বিরুদ্ধে মাহমুদউল্লাহরা পান ৪ উইকেটের জয়। চতুর্থ ম্যাচে দীর্ঘদিন পর ঢাকার হয়ে মাঠে ফেরেন মাশরাফি। অথচ সিলেটের কাছে হজম করতে হয় বাজে হার। চট্টগ্রাম পর্বে সেই সিলেট আজ মাহমুদউল্লাহদের প্রতিপক্ষ। এবার সিলেটকে ভাবা হচ্ছিল গড়পড়তার দল। অথচ এ দলটি ঢাকা পর্বে দুটি ম্যাচে নিজেদের সক্ষমতা জানান দিয়েছে। প্রথম ম্যাচে কুমিল্লার সঙ্গে বেশ লড়াই করে হেরেছে। তবে দ্বিতীয় ম্যাচেই প্রবল দাপটে ঘুরে দাঁড়ায় মোসাদ্দেক শিবির। ঢাকাকে ১০০ রানে গুটিয়ে দিয়ে জয় তুলে নেয় ৭ উইকেটে। সেই জয়ের রেশ ধরে রাখতে আজ বদ্ধপরিকর তাসকিন-মিঠুনরা।
দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম। মিরাজদের প্রতিপক্ষ মুশফিকের খুলনা। কুমিল্লার পরই ভালো অবস্থানে চট্টগ্রাম। চট্টগ্রাম খেলেছে তিন ম্যাচ। এর মধ্যে দুটিতে জয়, একটিতে হার। শুরুটা যদিও তাদের হার দিয়ে। বরিশালের সঙ্গে লড়াই করে প্রথম ম্যাচ মিরাজরা হারেন ৪ উইকেটে। এরপরের দুটি ম্যাচেই দারুণ দক্ষতায় জেতে দলটি। দ্বিতীয় ম্যাচে ঢাকাকে তারা হারায় ৩০ রানের ব্যবধানে। আর তৃতীয় ও সর্বশেষ ম্যাচে খুলনার বিরুদ্ধে চট্টগ্রাম ছিল অপ্রতিরোধ্য। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯০ রান করে দলটি। জবাবে ১৬৫ রানে থামে খুলনা। সেই খুলনা আজ চট্টগ্রামের সামনে। মুশফিকরা চাইবে দারুণ জয়ে প্রতিশোধ নিতে। অন্যদিকে মিরাজদের টার্গেট জয়ের ধারায় থাকা। আজ থেকে চট্টগ্রাম পর্ব শুরু হলেও সাকিবের বরিশালের মিশন শুরু হবে আগামীকাল থেকে। দিনের প্রথম ম্যাচে দুপুর সাড়ে ১২টায় বরিশাল খেলবে খুলনার বিরুদ্ধে। বিকেল সাড়ে ৫টায় দ্বিতীয় ম্যাচ। যেখানে পরস্পরের মোকাবিলা করবে চট্টগ্রাম-সিলেট।
মন্তব্য