অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

পাকিস্তানকে বিদায় করে অস্ট্রেলিয়া সেমিতে

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানকে বিদায় করে অস্ট্রেলিয়া সেমিতে
অস্ট্রেলিয়ার ওপেনার ক্যাম্পবেল কেলাওয়ে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে আবারও হতাশ করেছে পাকিস্তান। গত দুই আসরের সেমিফাইনালিস্টরা এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। শুক্রবার রাতে অনুষ্ঠিত সুপার লিগের খেলায় তারা অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে। ১১৯ রানের বিশাল ব্যবধানে হার টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছে। অস্ট্রেলিয়ার করা ২৭৬ রানের জবাবে পাকিস্তান ১৫৭ রানে অল আউট হয়েছে।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তান ইংল্যান্ডের মুখোমুখি হবে। অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ ও ভারতের মধ্যে জয়ী দল। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। ২ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল।

নর্থ সাউন্ডে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে পাকিস্তানের সাফল্য ছিল মুদ্রা নিক্ষেপে। টস জিতে তারা প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল। সারাদিনে পাকিস্তানের এতটুকুই ছিল আধিপত্য। বাকি সময়ে ব্যাট হাতে যেমন বল হাতে তেমন অস্ট্রেলিয়া আধিপত্য করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানকে নাস্তানাবুদ করে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

ব্যাট হাতে নেমেই দলকে দারুণ একটা সূচনা এনে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ক্যাম্পবেল কেলাওয়ে ও টিগু উইলি। ৮৬ রানের পার্টনারশিপ তাদের। এ জুটি যে ভিত গড়ে দিয়েছিলেন তার ওপর ভর করে কোরে মিলার (৬৪), কুপার কনোলি (৩৩), উইলিয়াম সালজমান ২৫ দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন। কেলাওয়ে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে স্কোরবোর্ডে ৪৭ রান জমা করেন। খেলেছিলেন ৬৩ বল।

অন্যদিকে টিগু উইলি খেলেছেন ৭১ রানের ঝলমলে ইনিংস। ৯৭ বলে তার সাজানো ইনিংসে আটটি বাউন্ডারি ছিল। শেষ পর্যন্ত আওয়াইস আলীর বলে বোল্ড হয়ে তার ইনিংসের সমাপ্তি ঘটে। আওয়াইস আলী দুই উইকেট নিলেও পাকিস্তানের সফল বোলার ছিলেন কাশিম আকরাম। ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।

জবাবে পাকিস্তানের কোনো ব্যাটারই দলের জন্য আশাবাদী ব্যাটিং করতে পারেননি। সব ব্যাটারই ক্রিজে গেছেন আর ফিরেছেন। কোনো ব্যাটারই অস্ট্রেলিয়ার বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করতে পারেননি। তাদের তৃতীয় উইকেট জুটিতে করা ৫০ রানই সর্বোচ্চ পার্টনারশিপ ছিল। এ সময় আব্দুল ফাসিহ ও ইরফান খান ব্যাটিং করেছেন। ফাসিহ করেছেন ২৮ রান ও ইরফানের সংগ্রহ ছিল ২৭ রান। তবে সবচেয়ে বড় ইনিংসটি খেলেছেন নবম ব্যাটার হিসেবে ক্রিজে আসা মেহরান মুমতাজ। ১৯ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তবে তা অস্ট্রেলিয়ার জবাবের জন্য মোটেও যথেষ্ঠ ছিল না।

অস্ট্রেলিয়ার উইলিয়াম সালজমান ছিলেন সফল বোলার। তিন উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে নেতৃত্ব দেওয়া টিগু উইলি হয়েছেন ম্যাচ সেরা।

 

মন্তব্য