-->

জাহানারাকে নিয়েই বিশ্বকাপ দল

ক্রীড়া ডেস্ক
জাহানারাকে নিয়েই বিশ্বকাপ দল

চলতি বছরের মার্চে নিউজিল্যান্ড বসবে মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটের আসর। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাবে বাংলাদেশ। মেগা এই টুর্নামেন্টের জন্য শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নানা নাটকের পর এ দলে সুযোগ পেয়েছেন অল রাউন্ডার জাহানারা আলম।

মালয়েশিয়ায় শেষ হওয়া আইসিসি কমনওয়েলথ গেমসে দলে ছিলেন না জাহানারা আলম। তাকে ছাড়াই বাছাই পর্ব শেষ করেছে বাংলাদেশ। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বাদ দিয়েই মালয়েশিয়া গিয়েছিল বাংলাদেশ। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। বিসিবি’র কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। জাহানারা নিজেও বিসিবি’র কাছে অভিযোগ করেন। ফলে বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা হবে কিনা তা নিয়ে বেশ সন্দেহ তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে।

আগামী ৪ মার্চ বিশ্বকাপের পর্দা উঠবে। তবে প্রথম দিনে বাংলাদেশের খেলা নেই। বাংলাদেশ মাঠে নামবে ৫ মার্চ। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লম্বা বিরতির পর ১৪ মার্চ বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। এ ম্যাচে পাকিস্তান বাংলাদেশের প্রতিপক্ষ। এরপর ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ এবং ২২ মার্চ ভারতের বিপক্ষে খেলা রয়েছে বাংলাদেশের। ২৫ মার্চ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

৩ এপ্রিল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। বিশ্বকাপকে সামনে রেখে শনিবার থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্যাম্প শুরু হয়েছে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন হ্যাপি, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম ও সানজিদা আক্তার মেঘলা।

 

মন্তব্য

Beta version