অবশেষে রিয়াল মাদ্রিদেই ঠিকানা খুঁজে নিচ্ছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। পিএসজির সঙ্গে সম্পর্কের ইতি টানছেন তিনি। অথচ গত বছর রিয়াল তাকে দলে ভেড়াতে কতই না চেষ্টা করেছে। কিন্তু বার বার তাদের ব্যর্থ হতে হয়েছে। এবার সব জল্পনা-কল্পনা একপাশে সরিয়ে রিয়ালে যাচ্ছেন কিলিয়ান। আর বেতন চোখ কপালে ওঠার মতো অবস্থা। সপ্তাহে এমবাপের জন্য রিয়ালকে ৮ লাখ পাউন্ড গুনতে হবে। ২৩ বছর বয়সি এমবাপে অবশ্য এখন দল বদল করতে আলোচনার জন্য প্রস্তুত। কেননা পিএসজির সঙ্গে তার যে চুক্তির মেয়াদ তার শেষ ৬ মাসে ঢুকে পড়েছেন তিনি। ক্রীড়াবিষয়ক পত্রিকা বিল্ড জানায়, এমবাপেকে রিয়াল ৪১.৬ মিলিয়ন পাউন্ড বেতন দেবে। চ্যাম্পিয়ন্স লিগে আগামী ১৫ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই মুখোমুখি হবে। প্যারিসে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফিরতি লেগের ম্যাচ ৯ মার্চ মাদ্রিদে অনুষ্ঠিত। মূলত চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের ম্যাচের সময় সবকিছু চূড়ান্ত হবে। তবে তার আগে যেকোনো সময় চুক্তির বিষয়টি প্রকাশ হতে পারে।
রিয়াল এর আগে যখন এমবাপেকে দলে ভেড়াতে চেয়েছিল, তখন তার জন্য পিএসজিকে ১৭০ মিলিয়ন পাউন্ড দিতে চেয়েছিল। কিন্তু পিএসজি এ প্রস্তাবে সাড়া দেয়নি। বিষয়টি মোটেও পছন্দ হয়নি রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। তিনি এ ঘটনাকে পাগলামো বলে উল্লেখ করেছিলেন। সে সময় পেরেজে স্পেনের সাংবাদিক রামোন আলভারেজের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘রাষ্ট্রনিয়ন্ত্রিত ক্লাব খেলোয়াড় বিক্রি করে না। এটা এক ধরনের পাগলামো। আমরা একজন খেলোয়াড়ের জন্য ১৭০ মিলিয়ন পাউন্ড প্রস্তাব করেছি। কিন্তু তারা খেলোয়াড় বিক্রি করবে না। যখন খেলোয়াড়ের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হবে, তখনই আমরা তাকে নেওয়ার চেষ্টা করব।’ এমবাপে অবশ্য সে সময় রিয়ালে খেলার ইচ্ছার কথা গোপন করেননি। গত অক্টোবরে এক সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘যে মুহূর্ত থেকে আমি চুক্তি নবায়ন করতে চাইনি, তখন থেকেই আমি ক্লাব ছাড়তে চেয়েছি। ক্লাব একটা ট্রান্সফার ফি পাক, সেটাই আমি চেয়েছিলাম। এতে করে তারা বদলি খেলোয়াড় আনতে পারবে। যা হোক, এ ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। গত চার বছর আমি এখানে আনন্দঘন সময় পার করেছি। এখনো আমি এখানে ভালো আছি। যা হোক, আমি এ বিষয়ে আগেভাগে কথা বলেছি। এতে করে ক্লাব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবে।’
মন্তব্য