-->
শিরোনাম
নারী বিশ্বকাপ ক্রিকেট

দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক
দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

আগামী মাসে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে নারী বিশ্বকাপ ক্রিকেট। ৪ মার্চ টুর্নামেন্টের পর্দা উঠবে। এবারই প্রথম বাংলাদেশ নারী দল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। এক মাসের বেশি সময় বাকি থাকলেও বৃহস্পতিবার বাংলাদেশ দল নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ছে। মূলত করোনাভাইরাসের কারণে আগেভাগে নিউজিল্যান্ড যাচ্ছে জাহানারারা। এদিন দুপুরে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৫ মার্চ। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ দল শুক্রবার নিউজিল্যান্ড পৌঁছাবে। সেখানে পৌঁছানোর পর শুরু হবে কোয়ারেন্টাইন। ১০ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। এরপর কন্ডিশনিং ক্যাম্প। শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি।

৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচের পর বাংলাদেশ দল লম্বা বিরতি পাবে। নিগার সুলতানারা দ্বিতীয় ম্যাচ খেলবে ১৪ মার্চ। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মুখোমুখি হবে। এ দুটো ম্যাচ ১৮ ও ২২ মার্চ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এ ম্যাচ মাঠে গড়াবে ২৫ মার্চ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল।

বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সুরাইয়া আজমিন।

মন্তব্য

Beta version