গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব নিয়ে দেশে ফিরেছিল তারা। এবারও ফিরল তারা। তবে শূন্য হাতে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অষ্টম হয়ে গতকাল দেশে ফিরেছে রাকিবুল শিবির। বিকেলে ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার আর দুবাই ট্রানজিট নিয়ে ঢাকায় পা রাখে তারা। মিরপুর তো বটেই, যুব দলটির দেশে ফেরার খবরে বিন্দুমাত্র প্রভাব পড়েনি বিমানবন্দরে।
এবারের বিশ্বকাপে ভরাডুবি রাকিবুল হাসানের দলের। ১৬ দলের টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে নেমে ৮ নম্বর শেষ করে। কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন শেষ হয় যুব টাইগারদের। অথচ এই ভারতকে হারিয়েই ২০১৯ সালে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ভারত ঠিকই ফাইনালে ওঠে শিরোপা পুনরুদ্ধার করেছে ইংল্যান্ডকে হারিয়ে। বাংলাদেশের যুবারা হাঁটল সেখানে পেছন পথে। শিরোপা দূরে থাক সেমিতেই যেতে পারেনি তারা। যা বড্ড হতাশারই।
মন্তব্য