-->

এমবাপের গোলে জয় পিএসজি’র

নিজস্ব প্রতিবেদক
এমবাপের গোলে জয় পিএসজি’র

ফ্রেঞ্চ লিগ শেষ হতে এখনও অনেক পথ বাকি। তবে এরই মধ্যে শিরোপা দেখতে পাচ্ছে লিওনেল মেসিদের দল প্যারিস সেন্ত জার্মেই। তবে মাঠের পারফরম্যান্স মোটেও দর্শকদের মন কাড়তে পারছে না। বিশেষ করে লিওনেল মেসি তাদের প্রত্যাশা মেটাতে পারছে না। শুক্রবার লিগ ম্যাচে স্তাদে রেনেকে ১-০ গোলে হারিয়ে কোনোমতে পয়েন্ট হারানোর হাত থেকে রেহাই পেয়েছে পিএসজি। কিলিয়ান এমবাপে করেছেন মূল্যবান গোলটি। আর রূপকার ছিলেন মেসি।

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন বিবর্ণ পারফরম্যান্সের পিএসজি’র দুঃশ্চিন্তা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ঠ। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে মেসিরা। সে লড়াইয়ের আগে এমন পারফরম্যান্স! তবে প্রথম লেগের ম্যাচটি তারা নিজেদের মাঠে খেলার সুযোগ পাচ্ছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ রয়েছে ফুরফুরে মেজাজে। ঘরোয়া লিগ নিয়ে তেমন কোনো দুঃশ্চিন্তা নেই তাদের। ফলে সব মনোযোগ তারা চ্যাম্পিয়ন্স লিগে দিতে পারছে।

২৪ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে পিএসজি পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। তাদের পরেই রয়েছে মার্শেই। তবে দুই দলের মধ্যে ব্যবধানটা এতটাই বেশি যে, পিএসজিকে ধরা বা তাকে টপকে যাওয়ার চিন্তাভাবনাটা মার্শেইয়ের কাছে আসছে না। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা।

স্তাদে রেনে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। তবে এ ম্যাচে পয়েন্ট ভাগাভাগিটা প্রায় নিশ্চিত করে ফেলেছিল। পিএসজি’র মাঠ থেকে এখন পর্যন্ত মাত্র একটা দলই পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে। দ্বিতীয় দল হিসেবে স্তাদে রেনে পয়েন্ট অর্জনের পথে ছিল। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে তাদের স্বপ্ন ভেঙ্গে দেন এমবাপে। লিওনেল মেসির চমৎকার পাস থেকে এমবাপে গোলটি করেন।

বিরতির আগেও গোল করার সুযোগ পেয়েছিলেন এমবাপে। এছাড়া দ্বিতীয়ার্ধে মাঝামাঝি সময়েও গোলদাতার তালিকায় নাম লেখানোর সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু রেফারি ভিএআর দেখে অফসাইডের কারণে গোল বাতিল করেন।

 

মন্তব্য

Beta version