চার বছর অন্তর বিশ্বকাপ চান খেলোয়াড়রা

ক্রীড়া ডেস্ক
চার বছর অন্তর বিশ্বকাপ 
চান খেলোয়াড়রা

বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা প্রতি দুই বছর অন্তর আয়োজন করতে চায়। কিন্তু তাদের এ প্রস্তাবে সায় দেয়নি বিশ্বব্যাপী খেলোয়াড়দের ইউনিয়ন ফিফপ্রো। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির ৭৫ ভাগ খেলোয়াড় বর্তমান নিয়ম অনুসারে অর্থাৎ প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছে। ফিফপ্রোয় ছয়টি উপমহাদেশের ৭০টি দেশের ১ হাজারের বেশি খেলোয়াড়দের ওপর জরিপ চালিয়েছে। গত নভেম্বরে চালানো জরিপে এ তথ্য উঠে এসেছে।

এশিয়া ও ইউরোপের ৭৭ ভাগ খেলোয়াড় বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর আয়োজনের পক্ষে মত দিয়েছেন। আমেরিকা অঞ্চলের ৬৩ ভাগ খেলোয়াড় এর পক্ষে রয়েছেন। তবে এশিয়া বা ইউরোপের সঙ্গে একমত হননি আফ্রিকা অঞ্চলের খেলোয়াড়রা। এ অঞ্চলের ৪৯ ভাগ খেলোয়াড় চার বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছেন। বাকি খেলোয়াড়রা দুই বা তিন বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পক্ষে রয়েছেন।

এ ব্যাপারে ফিফপ্রোর জেনালের সেক্রেটটারি জোনাস বায়ের হফম্যান বলেন, জরিপে দেখা যাচ্ছে বিশ্বব্যাপী খেলোয়াড়রা চার বছর অন্তর বিশ্বকাপ চায়। একই সঙ্গে জরিপে প্রমাণিত হয়েছে খেলোয়াড়দের কাছে ঘরোয়া লিগের ব্যাপক গুরুত্ব রয়েছে। কেননা এসব লিগ আমাদের খেলার মূল ভিত্তি। আমাদের নিজেদের প্রয়োজনে এসব লিগকে আরও বেশি শক্তিশালী করতে হবে।’

মন্তব্য