ইউরোপা লিগ

গোল মিসের মহড়ায় বার্সেলোনার ড্র

ক্রীড়া ডেস্ক
গোল মিসের মহড়ায় বার্সেলোনার ড্র

স্প্যানিশ লিগের শীর্ষ দল বার্সেলোনার দুরাবস্থা অব্যাহত। ক্লাব ফুটবলের এক সময়কার আধিপত্য করা দলটি এখন চ্যাম্পিয়ন্স লিগ নয়, ইউরোপা লিগের সদস্য। সেখানেও সাফল্যের সঙ্গে তাদের আড়ি। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে ইতালিয়ান ক্লাব নাপোলির সঙ্গে প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছেন।

ম্যাচে অবশ্য আধিপত্য ছিল বার্সেলোনার। তবে তা প্রথমার্ধের শুরুতে। এ সময়ে তারা বেশ কিছু সুযোগও তৈরি করেছিল। কিন্তু সে সব সুযোগ থেকে তারা কোনো সুবিধা আদায় করতে পারেনি। শুধু তাই নয়, উল্টো তাদেরকে আগে গোল হজম করত হয়েছে। দি¦তীয়ার্ধে পেনাল্টি থেকে সেই গোল পরিশোধ করে কোনোমতে হার এড়িয়েছে।

এ ম্যাচে বার্সেলোনার নাজুক অবস্থা আরও পরিস্কার হয়ে উঠেছে। কেননা ফিরতি লেগের ম্যাচ তাদেরকে অ্যাওয়েতে খেলতে হবে। সেখানে অবস্থা আরও নাজুক হতে পারে।

প্রথমার্ধে বার্সেলোনার আধিপত্য থাকলেও এক কাউন্টার অ্যাটাক থেকে ফায়দা তুলে নেয় নাপোলি। জিয়েলিনস্কি করেন গোলটি। তার প্রথম শট লক্ষ্য খুঁজে না পেলেও ফিরতি শট ঠিকই সফরকারীদের এগিয়ে নেয়। জিয়েলিনস্কির বাম পায়ের নেয়া জোরালো শট বার্সেলোনার গোলরক্ষক ফিরিয়ে দিয়েছিল। কিন্তু বল আবার জিয়েলিনস্কিও সামনে এসে পড়ে। এবার তার ডান পায়ের শট চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় ছিল না টের স্টেগানের। ২৯ মিনিটে গোল হজমের পর প্রথমার্ধে বার্সেলোনা গোল পরিশোধ করতে পারেনি। অবশেষে ৫৯ মিনিটের সময় ফার্নান্দো তোরেসের পেনাল্টি গোল বার্সেলোনার সমর্থকদের কিছুটা স্বস্তি এনে দেয়। বার্সেলোনার আদামা ট্রাওরের ক্রস নাপোলির ফেরান টরেসের হাতে লাগলে বার্সেলোনা খেলোয়াড়রা পেনাল্টির দাবি জানায়। রেফারি ভিএআর দেখে পেনাল্টি দেন।

লিওনেল মেসি চলে যাওয়ার পর কোচ জাভি বার্সেলোনার আক্রমণভাগ নতুন করে সাজাতে চলেছেন। তারই অংশ হিসেবে এ ম্যাচে আক্রমণের দায়িত্বে ছিলেন টরেস, ট্রাওরে ও এমেরিক আউবামেয়াং। তারা গোল করা ছাড়া সবই করেছে। দারুণ সব আক্রমণ গড়ে তুলেছে। নাপোলি গোলরক্ষকের বুকে কাঁপন ধরানোর মতো শট নিয়েছে। কিন্তু তারা গোলের দেখা পায়নি। শেষ ১০ মিনিট এই ত্রয়ী নাপোলি রক্ষণভাগকে স্তদ্ধ করে রেখেছিল। একের পর এক সুযোগ নষ্ট করেছেন তারা।

আগামী ২৪ ফেব্রুয়ারি ফিরতি লেগে আবার তারা মুখোমুখি হবে। ম্যাচ শেষে বার্সেলোনার কোচ জাভি দল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, তার দল ভালো খেলেছে সত্যি কিন্তু আরও বেশি গোল করা উচিত ছিল। ম্যাচে আমরা একটা মাত্র কাজ করতে পারিনি, আর তা হচ্ছে গোল। আমরা ২০টির মতো সুযোগ তৈরি করেছি। তার মধ্যে ছয় থেকে সাতটা পরিস্কার সুযোগ ছিল। এত বেশি সুযোগ নষ্ট করায় আমি হতাশ।’

টরেস সম্পর্কে জাভি বলেন, সে বেশ কয়েকটা সুযোগ নষ্ট করলে আশা করছি সে দ্রুত ছন্দে চলে আসবে। এমনটাই লুই সুয়ারেজের বেলায়ও ঘটেছিল। বার্সেলোনায় এসে প্রথম কয়েক মাস সে গোল খরায় ভুগছিল।’

এদিকে বার্সেলোনাকে পেনাল্টি দেওয়ার ঘটনায় নাপোলি কোচ লুসিয়ানো স্প্যালেত্তি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বার্সেলোনা যেভাবে খেলেছে তাতে করে ড্র তাদের পাওনা ছিল। যোগ্য দল হিসেবে তারা পয়েন্ট পেয়েছে। তবে গোলটা পেনাল্টি থেকে তাদের পাওনা ছিল না।’

 

মন্তব্য