বিপিএলের অষ্টম আসর শেষ ম্যাচ। শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চলতি আসরে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে কুমিল্লা ও বরিশাল। যেখানে সাকিবের বরিশাল জিতেছে দুই ম্যাচ, কুমিল্লার জয় একটিতে। এ ম্যাচ তাই একপ্রকার প্রতিশোধেরও মিশন কুমিল্লার জন্য।
বরিশাল একাদশে পরিবর্তন এসেছে একটি। জিয়াউর রহমানের জায়গায় তারা দলে নিয়েছে সৈকত আলিকে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এখন পর্যন্ত বিপিএলে কুমিল্লার দল শিরোপা জিতেছে দুইবার। যার মধ্যে ২০১৯ সালের আসরে ইমরুল কায়েসের অধীনেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। আজ জিতলে দ্বিতীয়বারের মতো কুমিল্লার শিরোপাজয়ী অধিনায়ক হবেন ইমরুল।
অন্যদিকে বিপিএলের সাত আসরে একবারও বরিশাল দল জিততে পারেনি শিরোপা। তবে অধিনায়ক সাকিবের অধীনে ২০১৬ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়নামাইটস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আরিফুল হক, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, তানভির ইসলাম, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনিল নারিন, মইন আলি, ফাফ ডু প্লেসি।
ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, সৈকত আলি, নুরুল হাসান সোহান, মুজিব-উর রহমান, শফিকুল ইসলাম, মেহেদী হাসান রানা।
মন্তব্য