ঘরোয়া ফুটবলে একটা সময় আবাহনী, মোহামেডান আর মুক্তিযোদ্ধা বা ব্রাদার্সে সীমাবদ্ধ ছিল। সে সময়টা এখন আর নেই। লড়াইয়ে এখন আর শেষ তিন দলের দেখা নেই। আবাহনী রয়েছে, তাদের সঙ্গে যোগ হয়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চতুর্থ রাউন্ড শেষে আবাহনীকে ছিটকে দিয়ে বসুন্ধরা কিংস এখন এককভাবে শীর্ষে। শুক্রবার বসুন্ধরা কিংসের ভেন্যু বসন্ধুরা কিংস অ্যারেনাতে শেখ রাসেলকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
বাংলাদেশের ফুটবলে হোম ভেন্যু এখন নতুন এক নাম। শুধুমাত্র বসুন্ধরা কিংসের হোম ভেন্যু রয়েছে। আর এ ভেন্যুটি শেখ রাসেলও হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে। সেই ভেন্যুতে ঢাকা আবাহনীর বিপক্ষে শেখ রাসেল তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। তবে প্রথমার্ধ ঠিকই তারা আবাহনী আটকে রেখেছিল। ফলে এ অর্ধে কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে একে একে ম্যাচের চার গোল হয়েছে। ৪৯ মিনিটে কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেসের কর্নার থেকে বক্সের মধ্যে ডোরিয়েলটন হেড করেন। সেই হেড থেকে বল পেয়ে জুয়েল হেড করে গোল করেন। ১২ মিনিট পর আবাহনীর ইরানিয়ান ফুটবলর মিলাদ শেখ ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন। তিন মিনিট পর শেখ রাসেলের হয়ে ব্যবধান কমান এসমায়েল গঞ্জালেস।শেখ রাসেলের সামনে সুযোগ আসে সমতা আনার। কিন্তু সেই চেষ্টা আর কাজে আসেনি। বরং আবাহনীর জয়টা নিশ্চিত করেন নবীব নেওয়াজ। ৮৪ মিনিটে গোল করেন তিনি।
এই ম্যাচ শেষে চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে শেখ রাসেল পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। বসুন্ধরা কিংসের পয়েন্ট ৯। আগের দিন বসুন্ধরা কিংস পুলিশকে হারিয়ে শীর্ষে উঠেছিল। শুক্রবার জয় পেয়ে আবাহনী তাদেরকে টপকে যায়।
মন্তব্য