অবশেষে সমর্থকদের স্বস্তি এনে দেওয়া এক জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। রোববার রাতে লা লিগায় তারা অ্যাওয়ে ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে হারিয়েছে। হ্যাটট্রিক করেছেন পিয়ের এমেরিক আউবামেয়াং। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে তাদের বেশ উন্নতিও হয়েছে। শিরোপা লড়াইয়ে ফেরেনি তবে শীর্ষ চারে ঢুকে পড়েছে।
প্রতিপক্ষের জালে শেষ কবে চার গোল দিয়েছে তা বার্সেলোনা সমর্থকদের মনে করাটাই একটা কঠিন পরীক্ষা। লিওনেল মেসি চলে যাওয়ার পর থেকে সাবেক চ্যাম্পিয়ন দলটি গোলক্ষরায় ভুগছে। লিগের প্রথম ম্যাচে তারা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তারা ৪-২ গোলে জয় পেয়েছিল। তারপর থেকে তাদের অবস্থা বেশ নাজুক। টানা দুই জয় তো তাদের কাছে এখন স্বপ্নের ব্যাপার। এ মৌসুমে লিগের ২৫ ম্যাচের মধ্যে মাত্র দুইবার টানা দুই জয় দেখা পেয়েছে। বিপরীতে অবস্থা অস্বস্তির। টানা চার ম্যাচে পয়েন্ট হারানোর কীর্তিও গড়েছে। তার মাঝে ৪-১ গোলের জয় বার্সেলোনা সমর্থকদের জন্য বড় পাওয়া।
মেসি যাওয়ার পর বার্সেলোনা খেলোয়াড়দের নামের পাশে হ্যাটট্রিক সে তো সোনার হরিণ। আউবামেয়াংয়ের হ্যাটট্রিক তো স্বপ্নেরও অতীত। এ ম্যাচের তিন গোল নিয়ে লিগে আর্সেনালের সাবেক এ স্ট্রাইকারের এ মৌসুমে গোলের সংখ্যা দাঁড়ালো দশে। সর্বশেষ তিনি গোলের দেখা পেয়েছিলেন গত অক্টোবরে। আর্সেনালের হয়ে অ্যাস্টন ভিয়ার বিপক্ষে গোল করেছিলেন তিনি। বার্সেলোনার হয়ে অন্য গোলটি করেছিলেন ফ্রাঙ্কি ডি জং।
এমন জয়ে দারুণ উচ্ছ্বসিত বার্সেলোনা অধিনায়ক সের্জিও বাস্কুয়েটস। তিনি বলেন, ‘আমরা দক্ষতা খুঁজে পেতে শুরু করেছি। মৌসুমের শুরুতে এটার খুবই অভাব ছিল আমাদের। আমার বিশ্বাস আক্রমণভাগে আমরা যার অভাব বোধ করছিলাম আউবামেয়াং সেই অভাবটা পূরণ করতে পারবে। সে দারুণ একজন খেলোয়াড়। তাকে আমাদের দলে পাওয়া দারুণ একটা ব্যাপার।’
মন্তব্য