ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার মাধ্যমে টি-২০ র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত। সিরিজ জয় করে ভারত টপকে গেছে ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে। অবশ্য ভারত ও ইংল্যান্ডের পয়েন্ট সমান। তবে হিসাবের ভগ্নাংশে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে ভারত। উভয়ের পয়েন্ট ২৬৯। ভগ্নাংশে ভারতের সংগ্রহ ১০.৪৮৪ ও ইংল্যান্ডের ১০.৪৭৪।
রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলে ভারত। তিনটি ম্যাচই হয়েছে কলকাতায়। ভারত ও ইংল্যান্ডের পয়েন্ট সমান হলেও ভারতের সামনে ব্যবধানটা বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এ মাসের শেষের দিকে ভারত তিন ম্যাচের সিরিজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। অন্যদিকে ইংল্যান্ডের সামনে শীর্ষস্থান উদ্ধারের সুযোগ আসছে। কেননা ইংল্যান্ড তাদের পরবর্তী টি-২০ সিরিজে ভারতের মুখোমুখি হবে।
ভারত যেখানে সবার উপরে সেখানে সবার নিচে রয়েছে বাংলাদেশ। ভারতের কাছে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া ওয়েস্ট ইন্ডিজ রয়েছে সপ্তম স্থানে। ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়া। অষ্টম ও নবম স্থানে যথাক্রমে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
র্যাংকিংর্যাংক দেশ রেটিং ১. ভারত ২৬৯২. ইংল্যান্ড ২৬৯৩. পাকিস্তান ২৬৬৪. নিউজিল্যান্ড ২৫৫৫. দক্ষিণ আফ্রিকা ২৫৩৬. অস্ট্রেলিয়া ২৪৯৭. ওয়েস্ট ইন্ডিজ ২৩৫৮. আফগানিস্তান ২৩২৯. শ্রীলঙ্কা ২৩১১০. বাংলাদেশ ২৩১
মন্তব্য