কার্লসেনকে হারিয়ে দিলেন ভারতীয় কিশোর দাবাড়ু

ক্রীড়া ডেস্ক
কার্লসেনকে হারিয়ে দিলেন ভারতীয় কিশোর দাবাড়ু

হঠাৎ করে দাবা বিশ্বে ঝড়। আর এই ঝড় তুলেছেন ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ। দাবাপ্রেমীদের তো বটেই দাবাড়ুদেরও চমকে দিয়েছেন। রোববার বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। এয়ারথিংস মাস্টার্স নামের একটি অনলাইন দাবার প্রতিযোগিতায় কার্লসেনকে হারিয়ে তিনি এ ঝড় তুলেছেন।

প্রজ্ঞানন্দ সাদা নয় খেলেছেন কালো ঘুঁটি নিয়ে। মাত্র ৩৯তম চালেই তিনি কার্লসেনকে কুপোকাত করেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন টুর্নামেন্টে ভালোই করছিলেন। আগের তিন ম্যাচে জয় সঙ্গী করেই প্রজ্ঞানন্দের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু প্রজ্ঞানন্দ তার জয়রথ থামিয়ে দিলেন। শুধু কি তাই অবিশ্বাস্য কাণ্ড করে দাবা বিশ্বে ঝড় তুলেছেন।

চেন্নাইয়ের এই কিশোর দাবাড়ু শুরু থেকেই নজর কাড়েন। ২০১৬ সালে মাত্র ১০ বছর ১০ মাস ১৯ দিনে সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার হন। মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়ে চমকে দিয়েছিলেন প্রজ্ঞানন্দ। চার বছর বাদে আবার চমক দেখালেন। তৃতীয় ভারতীয় হিসাবে কার্লসেনকে হারানোর কৃতিত্ব দেখালেন প্রজ্ঞানন্দ।

২০১৩ সালে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে কার্লসেন ক্রমেই ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন। পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। তার দুর্ধর্ষ ট্যাকটিক্যাল ডিফেন্স আর কৌশলী আক্রমণের বিপক্ষে নিজেকে ভালো অবস্থানে দাঁড় করানোটা বেশ কঠিন। অথচ তাকে মাত্র ৩৯ চালে থামিয়ে দিয়েছেন প্রজ্ঞানন্দ। তবে টুর্নামেন্টে যে প্রজ্ঞানন্দ খুব ভালো খেলছিলেন তাও নয়। র‌্যাপিড দাবার ফরম্যাটে হচ্ছে প্রতিযোগিতা। একটা ম্যাচের জন্য সময় মাত্র ১৫ মিনিট। প্রত্যেক দিন একজন দাবাড়ুকে চারটি ম্যাচ খেলতে হচ্ছে। প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৬ জন। বাঘা বাঘা দাবারড়ুদের বিপক্ষে একদিনে চারটি ম্যাচ খেলা এ তরুণ দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন।

প্রথমে রাউন্ড রবিন লিগ। পরবর্তীতে সেরা আটজন খেলবে নকআউট। তার অর্থ হচ্ছে কোয়ার্টার ফাইনাল। এক ম্যাচ জিতলে তিন পয়েন্ট, ড্র করলে এক। প্রজ্ঞানন্দ এ পর্যন্ত আট রাউন্ড খেলেছে। তার পয়েন্ট আট। আট ম্যাচের চারটিতে হেরেছে, দুটোতে জয় আর দুটোতে ড্র। দুই জয়ের একটা তো বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে। কার্লসেনকে হারানোর পর যুগ্মভাবে তার অবস্থান ১২। এখনও সাত ম্যাচ বাকি তার। ফলে নক আউট খেলাটা তার জন্য এখনও সুযোগ রয়েছে।

মন্তব্য