যুক্তরাষ্ট্রে খেলার পরিকল্পনা করছেন নেইমার

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রে খেলার পরিকল্পনা
করছেন নেইমার

ব্রাজিল ছেড়ে আসলেন স্পেনে। সেখান থেকে উড়াল দিলেন ফ্রান্সে। সেখানেও মন টিকছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। আবারো উড়াল দিতে চান। এবার ঠিকানা গাড়তে চান যুক্তরাষ্ট্রে। তবে এখনই নয়। ভবিষ্যতে মেজর লিগ সকার (এমএলএস) এ খেলতে চান তিনিÑ এমনই ইচ্ছা প্রকাশ করেছেন।

নেইমার বর্তমানে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইতে খেলছেন। এ ক্লাবটির সঙ্গে নেইমারের ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। সেই হিসাবে এখন চারটি মৌসুম এখানে থাকতে হবে। অথচ এখনই নতুন ক্লাব নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন এ ব্রাজিলিয়ান।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগে ব্রাজিলে খেলতে চান কিনা এমন এক প্রশ্নের জবাবে নেইমার বলেন, ‘আমি জানি না। ক্যারিয়ারের শেষ সময়ে ব্রাজিলে খেলার ব্যাপারে আমার সন্দেহ রয়েছে। আমি আবার ব্রাজিলে খেলব কিনা সে ব্যাপারে কিছু জানি না। আমি আসলে যুক্তরাষ্ট্রে খেলতে পছন্দ করব। অন্তত একটা মৌসুম আমি সেখানে খেলতে চাই।’

কেন এবং কোন সময়ে এলএলএসে খেলতে চান- এ প্রশ্নের জবাবে নেইমার বলেন, ‘সবচেড়ে বড় কথা হচ্ছে সেখানকার মৌসুম স্বল্প সময়ের। তার অর্থ হচ্ছে আমি সেখানে তিন মাসের ছুটি পাব। এমনটা হলে আমি অনেক মৌসুম খেলার সুযোগ পাব।’

নেইমারের বর্তমান বয়স ৩০। ১৭ বছর বয়সে তিনি ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে যোগ দেন। এরই মধ্যে ক্যারিয়ারের বয়স ১৩ হয়েছে। অবসরের আগে আর কত বছর মাঠে থাকবেন সে ব্যাপারে পরিষ্কারভাবে কোনো ইঙ্গিত তিনি দেননি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি প্রায়ই আমার বন্ধুদের সঙ্গে কৌতুক করে বলি- ৩২ বছর বয়সে আমি অবসর নেব। কিন্তু এটা কৌতুক। আমি আসলে জানি না কবে অবসর নেব। সত্যি বলতে কি, যতক্ষণ না আমি মানসিকভাবে পরিশ্রান্ত না হব ততক্ষণ আমি খেলতে থাকব। যদি আমি মানসিকভাবে সুস্থ থাকি, আমার শরীর ভালো থাকে তাহলে আমার মনে হয় আমি আরো কয়েকটা বছর খেলতে পারব। সবার আগে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব তিতে হবে। পিএসজির সঙ্গে আমার চুক্তি যখন শেষ হবে তখন আমার বয়স হবে ৩৪। অন্তত সে পর্যন্ত আমাকে খেলতে হবে।’

নেইমারের বর্তমান লক্ষ্য পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা। শেষ ষোলোর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে রয়েছে। এ ব্যাপারে নেইমার বলেন, ‘পিএসজির হয়ে আমরা এখন ইতিহাস তৈরির আশা করছি। আশা করছি, রিয়ালকে বিদায় করে আমরা সে পথের দিকে এগিয়ে যাব।’

মন্তব্য