করোনাভাইরাসের প্রকোপ কমায় সাময়িক যে বিধিনিষেধ দিয়েছিল বাংলাদেশ সরকার, সেটির মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। স্বাভাবিকভাবেই গতি ফিরছে জীবনযাপনে। এর প্রভাব পড়ছে ক্রিকেটেও। বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ দিয়েই গ্যালারিতে ফিরবে দর্শক।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘সরকারের বিধিনিষেধ উঠে যাওয়ায় দর্শক ফেরানোর ভাবনা আছে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে না হলেও টি-টোয়েন্টি সিরিজে হাউজ ফুল করার পরিকল্পনা আছে।’
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাড়ে ৪ হাজার দর্শক গ্যালারিতে বসে ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন। ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডেতে থাকবেন প্রায় ১০ হাজার দর্শক। তৃতীয় ম্যাচে দর্শক দিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পূর্ণ করার পরিকল্পনা ক্রিকেট বোর্ডে। একই ভাবনা আছে ঢাকায় হতে যাওয়া দুই ম্যাচ টি-টোয়েন্টিতেও।
টিটুর ব্যাখ্যা, ‘হাতে সময় কম থাকায় এখন চাইলেই দর্শক পূর্ণ করা যাচ্ছে না। টিকিট প্রিন্টিংয়ের একটা ব্যাপার আছে। আমরা প্রিন্টিং প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। যত বেশি সম্ভব টিকিট ছাড়া যায়। ওয়ানডেতে না হলেও টি-টোয়েন্টিতে আমরা গ্যালারি ভর্তি করতে চাই। তবে এটা এখনো নিশ্চিত না। আজ আমাদের একটা বৈঠক আছে। শেষ হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে পরিবর্তী পরিকল্পনা।’
গতকাল সকাল ৯টায় টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও সেই টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টায়। এতে ভোগান্তিতে পড়তে হয় টিকিট প্রত্যাশীদের। টিকিট কম থাকায় অনেকেই সকাল ৬টায় টিকিটের লাইনে দাঁড়ান। তবে জনপ্রতি ২টি করে টিকিট দেওয়ার কথা থাকলেও সমর্থকদের অভিযোগ, ৫০০ টাকা মূল্যের টিকিট ছাড়া বাকি ৩ গ্যালারির টিকিট দেওয়া হচ্ছে ১টি করে।
দর্শক মাঠে থাকলে তা ক্রিকেটারদের জন্য হয় অনুপ্রেরণার। মঙ্গলবার এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘চট্টগ্রামের জন্য আমার হৃদয়ে বিশেষ একটা জায়গা আছে। দর্শক থাকলে ভালো। অনেক দিন পর দেশের দর্শকদের সামনে খেলব। দর্শক কখনো কখনো দ্বাদশ খেলোয়াড় হয়ে ওঠে। আমরা ভালো করি বা খারাপ করি, তারা মাঠে থাকলে সমর্থনের জন্য সর্বোচ্চটুকু করে যান। আমি আমার সেরাটা চেষ্টা করব। বিপিএল ভালো গেছে মানে এই না এই সিরিজও অনেক ভালো খেলব। প্রক্রিয়া ঠিক রেখে চেষ্টা করব, দেখা যাক ফলাফল কী হয়।’
মন্তব্য