জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
আফিফ ও মিরাজ

ঘোর দুর্যোগে পড়েছিল বাংলাদেশ। ইনিংস নামের নদী পাড়ি দিতে গিয়ে কিনারেই হারিয়ে ফেলেছিল ৬টি উইকেট। সেখান থেকে নৌকার মাঝি হিসেবে ওঠেন আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। আশার কথা, খরস্রোতা নদী পাড়ি দিয়ে ইনিংসের নদীর ওপর পারের কিনারে এসে গেছেন তারা। ২০০ ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ। জয় এখন বলা যায় সময়ের ব্যবধান মাত্র।আফিফ ১০৭ বল খেলে ৮২ রান নিয়ে ব্যাট করছেন, সঙ্গী মিরাজ দিচ্ছেন যোগ্য সঙ্গ। ১০৩ বলে ৭১ রান নিয়ে।

মন্তব্য