ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ক্রিকেটে জয় পাওয়ায় ক্রিকেটদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দলের জয় পাওয়ার পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

চট্টগ্রামে অনুষ্ঠিত দিবা রাত্রিতে অনুষ্ঠিত ম্যাচে আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের সুবাদে ৪ উইকেটে জয় পেয়েছে তামিম-সাকিবরা।

৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে আফগানিস্তানের করা ২১৫ রানের জবাবে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

শুরুতে ৫০ রানের আগেই পরপর ৬টি উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ইনিংস মেরামত করে আর কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশকে অভাবনীয় জয় এনে দেন আফিফ ও মিরাজ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুটি খেলাও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। 

মন্তব্য