করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে গেলেও ধীরে ধীরে তা আবার সরব হতে শুরু করেছে। তবে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কারণে অনেক সময় দলগত খেলা চালিয়ে নেওয়া সমস্যা হয়ে পড়ছে। এসব বিবেচনায় নারী বিশ্বকাপ ক্রিকেটে নিয়ম কানুন কিছুটা পরিবর্তন আনা হয়েছে। খেলোয়াড় সংকটের কারণে কোনো দলের সামনে মাঠে না নামার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সে কারণেই বিশ্বকাপে ৯ জন হলেই দল মাঠে নেমে পড়তে পারবে।
বৃহস্পতিবার আইসিসি’র ইভেন্ট প্রধান ক্রিস টেটলি এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো দল যদি করোনাভাইরাসের কারণে খেলোয়াড় সংকটে পড়ে তাহলে তারা ৯ জন নিয়ে খেলতে পারবে। শুধু তাই নয়, প্রয়োজনে ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফ নিয়ে দল মাঠে নামতে পারবে।
টেটলি এক বিবৃতিতে বলেন, ‘যদি প্রয়োজন হয় তাহলে একটা দল ৯ জন খেলোয়াড় নিয়ে মাঠে নামতে পারবে। যদি তাদের দলে বদলি হিসেবে কোনো নারী থাকে তাহলে আমরা দুইজনকে মাঠে নামার অনুমোদন দেব। সেক্ষেত্রে তারা বোলিং এবং ব্যাটিং করতে পারবে না।’
বিশ^কাপকে নির্বিঘ্নে এগিয়ে নিতে এরই মধ্যে তিনজন অতিরিক্ত খেলোয়াড় দলের সঙ্গে রাখার অনুমতি দিয়েছে আয়োজকরা। প্রয়োজনে যেন তাদেরকে ব্যবহার করা যায় সে কারণেই এই অনুমতি। করোনাভাইরাসের কারণে বিশ^কাপের ফিক্সচার পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন টেটলি।
আগামী ৪ মার্চ টুর্নামেন্ট শুরু হবে। উদ্বোধনী ম্যাচে আয়োজক নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। বাংলাদেশ মাঠে নামবে ৫ মার্চ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা নারী দল। মোট আটটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রতি দল মোট সাতটি করে ম্যাচ খেলবে। শিরোপা লড়াইয়ে থাকতে হলে গ্রুপ পর্ব শেষে বাংলাদেশকে শীর্ষ চারে থাকতে হবে। অর্থাৎ সেরা চার দল সেমিফাইনালে খেলবে। আগামী ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
মন্তব্য