ম্যাচ প্রিভিউতে ম্যাচ নিয়ে কথা থাকে বেশি। অথচ বৃহস্পতিবার বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো বেশি কথা বললেন প্রথম ম্যাচ নিয়ে। আর বলাটাই স্বাভাবিক। প্রথম ম্যাচে বাংলাদেশ যেমনভাবে জিতেছে, বিশেষ করে মিরাজ-আফিফের বীরত্বমাখা ব্যাটিং; তা সবারই চোখে লেগে আছে। ডমিঙ্গোও তার ব্যতিক্রম নয়। মিরাজ-আফিফকে নিয়ে স্মৃতি রোমন্থন করে তিনি চোখ রাখলেন দ্বিতীয় ওয়ানডেতে। যেখানে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।
প্রথম ম্যাচ হারতে হারতে জিতেছে বাংলাদেশ। আজ তাই স্বাগতিকদের সামনে সিরিজ জয়ের হাতছানি। সেই কাজটি করতে মরিয়া তামিম বিগ্রেড। কিন্তু শঙ্কার জায়গা আছে ভালো মতো। কারণ প্রথম ম্যাচে লো স্কোরিং ম্যাচেও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের যে পারফরম্যান্স ছিল, তা দ্বিতীয় ম্যাচে বহাল থাকলে বিপদ। তামিম, লিটন, সাকিব, মুশফিক, রিয়াদ- সবাই ছিলেন ব্যর্থ। মিরাজ-আফিফের অতি মানবীয় ইনিংসের সুবাদে বাংলাদেশ পায় জয়ের দেখা। আর প্রতিদিনই তো সপ্তম কিংবা অষ্টম উইকেটে এমন রান আসবে না। তার জন্য কাজ করতে হবে টপ অর্ডারকেই।
ম্যাচের আগের দিন তা ভালো মতো মনে করিয়ে দিলেন রাসেল ডমিঙ্গো। দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে টপ অর্ডার নিয়ে ডমিঙ্গো বলেন, ‘তারা ভালো খেলবে আগামী ম্যাচে। আমাদের টপ অর্ডার বেশ কোয়ালিটি সম্পন্ন। তারা টি-টোয়েন্টির আবহে ছিল প্রায় এক মাস (বিপিএল)। গতকালের পারফরম্যান্সে তারাও খুব হতাশ। তবে আশা করি আগামীকালই রানে ফিরবে তারা।’
গতকাল ছিল দলের ঐচ্ছিক অনুশীলন। মাঠে ছিলেন না সাকিব-রিয়াদসহ বেশকজন ক্রিকেটার। এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘আজ ছিল ঐচ্ছিক অনুশীলন। যারা গত ম্যাচ খেলেনি কিংবা যারা বাড়তি অনুশীলন করতে চায়, আজকের দিনটা ছিল তাদের জন্য। আবার এক মাস ক্রিকেটের মধ্যেও ছিল তারা। ফলে বিশ্রামটাও গুরুত্বপূর্ণ।’
প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে মিরাজ ও আফিফের অবিশ^াস্য এক জুটিতে। হেরে গেলে টপ অর্ডার ব্যাটসম্যানদের চড়ানো হতে শূলে। কারণ প্রথম ম্যাচে তামিম, লিটন, মুশফিক, রিয়াদ, সাকিব সবাই ছিলেন ব্যর্থ। দ্বিতীয় ম্যাচে তাই টপ অর্ডার ব্যাটারদের কাছে ভালো পারফরম্যান্স আশা করছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘আমাদের বেটার ক্রিকেট খেলতে হবে কাল। গতকালের চেয়েও। গত ম্যাচে আমরা ১৩টি ওয়াইড দিয়েছি। ক্যাচ মিস একটি। ৪৫ রানে আমাদের উইকেট পড়েছিল ৬টি। যা কাম্য নয়। এখানে আমাদের অনেক উন্নতি করতে হবে। প্রতিটি বিভাগেই জ¦লে উঠতে হবে।’
অন্যদিকে সিরিজে ফিরতে মরিয়া আফগানিস্তানও। প্রথম ম্যাচে বাংলাদেশকে শুরুতে কোনঠাসা করে রেখেছিল সফরকারীরা। ৪৫ রানে ছয় উইকেট তুলে নেয়ার পর জয়ের আশাই বুনতে শুরু করেছিল আফগান শিবির। সেখান থেকে দুই তরুণের ব্যাটে বাংলাদেশের জয়ে হতাশ দলটি। সিরিজে ফিরতে তাই আফগান অধিনায়ক হাসমতউল্লাহও পাখির চোখ করে আছে। গতকাল বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন থাকলেও আফগানিস্তান দল করেছে ঘাম ঝড়ানো অনুশীলন। প্রথম ম্যাচের ভুল-ত্রুুটি শোধরে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে প্রস্তুত রশিদ-নবী-মুজিবরা।
মন্তব্য