প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে শুভ সূচনা করেছে ভারত। লক্ষ্মৌতে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভারত ৬২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। ভারতের দুই উইকেটে কারা ১৯৯ রানের জবাবে শ্রীলঙ্কা ১৩৭ রানে থেমে যায়। ৬ উইকেট হারিয়ে সফরকারী এর বেশি যেতে পারেনি।
তিন ম্যাচের এ সিরিজে টস জয়ের পর শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তকে মোটেও যথার্থ প্রমাণ করতে পারেনি বোলাররা। বরং ভারতের দুই ওপেনারের সাবলীল ব্যাটিং তাদের হতাশ হতে হয়েছে। অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিষান চমৎকার ব্যাটিং করে দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যায়। সে সঙ্গে শ্রীলঙ্কার বোলারদের হতাশার চিত্রটা আরও করুণ হয়ে উঠে। দুই ওপনোরের চমৎকার ব্যাটিংয়ে ভারত প্রথম উইকেট জুটিতে দলীয় সেঞ্চুরিতে পৌঁছে যায়। শেষ পর্যন্ত এই দুই ওপেনার ১১১ রানের জুটি গড়েন।
শ্রীলঙ্কার বোলারদের জন্য স্বস্তির বিষয় হতে পারে ভারত অধিনায়ক রোহিত শর্মার হাফ সেঞ্চুরি না পাওয়া। ৪৪ রান করে লাহিরু কুমারের বলে বোল্ড হন তিনি। অন্যদিকে ইশান কিষানের সেঞ্চুরি না পাওয়াটাও সফরকারী বোলারদের জন্য স্বস্তির বিষয় হতে পারে। ৮৯ রান করেছেন তিনি। লঙ্কার বোলারদের ওপর স্টিম রোলার চালিয়ে এ রান করতে খেলেছেন মাত্র ৫৬ বল।
রোহিত আউট হলেও স্বস্তি আসেনি শ্রীলঙ্কা শিবিরে। বরং নতুন ব্যাটার শ্রেয়াস আইয়ের আরও ভুগিয়েছে তাদের। রান তোলার গতিও বাড়িয়েছেন তিনি। বলের দ্বিগুন গতিতে স্কোরবোর্ডে রান করেছেন আইয়ের। ২৮ বলে করেছেন ৫৭ রান। পাঁচটি বাউন্ডারির পাশাপাশি দুটো ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। ফলে দুই উইকেট হারিয়ে ভারত ১৯৯ রানে পৌঁছে যায়।
বিশাল এ রান তাড়া করে জয় পাওয়া যাবে না তা ইনিংসের শুরুতেই বুঝে যায় শ্রীলঙ্কা। কেননা প্রথম বলেই ফিরে আসেন ওপেনার পাথুম নিশাঙ্কা। শুরুর এ ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি সফরকারীরা। ফলে নির্ধারিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শুধুমাত্র চারিথ আসালাঙ্কা কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। তবে তার রানের গতি যে, খুব একটা পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে পেরেছে তা নয়। এ জন্য তিনি খেলেছেন ৪৭ বল।
শেষ দিকে চামিকা কারুনারত্নে ১৪ বলে ২১ ও দুষমান্ত চামিরা ১৪ বলে ২৪ রান করে হারের ব্যবধান কিছুটা কমিয়েছেন। ভারতের পেসার ভুবেনশ্বর কুমার চমৎকার বোলিং করেছেন। দুই ওভাওে ৯ রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন। স্বাভাবিকভাবে ম্যাচ সেরা হয়েছেন ইশান কিষান।
মন্তব্য