লিওনেল মেসি চলে যাওয়ার পর থেকে বার্সেলোনার অবস্থা বেশ নাজুক। ঘরোয়া লিগে শিরোপা লড়াই থেকে আগেই ছিটকে পড়েছে। আর চ্যাম্পিয়ন্স লিগেও খেলার টিকেট পায়নি। এ মৌসুমে তাদেরকে খেলতে হচ্ছে ইউরোপা লিগে। বৃহস্পতিবার ইউরোপা লিগে নাপোলিকে হারিয়ে ৪-২ গোলে হারিয়েছে। এ জয়ের সুবাদে ৫-৩ গোল গড়ে বার্সেলোনা শেষ ষোলোতে পৌঁছেছে। নাপোলির বিপক্ষে এ জয়কে ইতিবাচক হিসেবে দেখছেন দলটির রক্ষণভাগের অতন্দ্র প্রহরী জেরার্ড পিকে।
ঘরোয়া লিগে তো বটেই ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে তার বেশ নাজুক অবস্থায় রয়েছে। ইউরোপীয় প্রতিযোগিতায় অ্যাওয়েতে সর্বশেষ ১১ ম্যাচে মাত্র দুটো ম্যাচে জয় পেয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের বাধা পার হতে ব্যর্থ হয়েছে। ছয় ম্যাচে মাত্র দুইবার প্রতিপক্ষের জালে বল ফেলতে পেরেছে। ফলে নেমে এসেছে ইউরোপা লিগে।
তবে এ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন পিকে। বরং নাপোলির বিপক্ষে এ সাফল্যকে তিনি বার্সেলোনার আবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত হিসেবে দেখছেন। পিকে বলেন, ‘ইউরোপের যে প্রতিযোগিতায় আমাদের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত সেখানে আমরা নেই। তবে এখন আমরা ধীরে ধীরে আমাদের প্রকৃত জায়গায় ফিরে যাওয়ার পথে রয়েছি। আমরা সঠিক পথে রয়েছি। নাপোলির বিপক্ষে জয় সবার জন্য একটা বার্তা। আমাদের সমর্থকদের জন্য যেমন তেমনি অন্যদের জন্যও।’
পিকে আরও বলেন, সবাইকে তার দায়িত্ব নিতে হবে। গত সেপ্টেম্বরে আমরা বায়ার্ন মিউনিখের কাছে ০-৩ গোলে হেরেছি। তারপর থেকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আমি বলতে চাই, আমরা এখন উন্নতির মৌলিক জায়গায় রয়েছি। আমরা এখন আত্মবিশ্বাসী। তাছাড়া দলও ভালো অবস্থায় রয়েছে। জানুয়ারিতে আমাদের দল শক্তিশালী হয়েছে। আক্রমণভাগে নতুন খেলোয়াড় এসেছে। আমরা জানি এখন আমাদের গোল করার সামর্থ্যও বেড়েছে। এখন আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। সাইড বেঞ্চও শক্তিশালী। আমাদের কোচে খেলোয়াড় পরিবর্তনের জন্য যথেষ্ঠ বিকল্প পেয়েছেন। এটাই এখন আমাদের খেলায় প্রতিফলন ঘটছে।’
নাপোলির বিপক্ষে ৪-২ গোলের জয়কে কোচ জাভি এ মৌসুমের সেরা পারফরম্যান্স মনে করছেন। তিনি বলেন, ‘এ মৌসুমে এটা আমাদের সেরা পারফরম্য্সা। তবে আমরা এখনও কিছু জিততে পারিনি। আমরা ম্যাচে আধিপত্য করেছি। আমরা জানতাম একজন ফাঁকা খেলোয়াড় কিভাবে খুঁজে বের করতে হয়। নিজেদের মাঠে বল হারানোর পর তা উদ্ধারের পর আমরা যেভাবে লড়াই করি এ ম্যাচে সেভাবে লড়াই করেছি। যাহোক আমরা এখন সঠিক পথে রয়েছি।’
মন্তব্য