সিরি ‘এ’

একই রাতে পয়েন্ট হারালো দুই মিলান

ক্রীড়া ডেস্ক
একই রাতে পয়েন্ট হারালো দুই মিলান
গোলের পর এসি মিলানের পর্তুগাল ফরোয়ার্ড রাফায়েল লিয়াও

শীর্ষস্থানে নজর থাকে সব দলের। কিন্তু সিরি ‘এ’তে কেমন যেন ব্যতিক্রম। সেখানে যেন শীর্ষস্থান দখল নয়, বরং এড়ানোর লড়াই চলছে। এসি মিলান ও ইন্টার মিলান যেন একে অপরের জন্য শীর্ষস্থান ছেড়ে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। তা নাহলে নিজেদের মাঠে এসি মিলান কেন অপেক্ষাকৃত দুর্বল দল উদিনিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করবে। আবার ইন্টার মিলান কেন পয়েন্ট টেবিলের তলানিতে থাকা জেনোয়ার সঙ্গে গোলশূন্য ড্র করবে।

শুক্রবার রাতে রাতে এসি মিলান নিজেদের মাঠে উদিনিসের সঙ্গে ড্র করে শীর্ষস্থানে থাকার সুযোগ হারিয়েছে। আবার নিজেদের সৌভাগ্যবানও তারা ভাবতে পারে। কেননা হারের তিক্ত স্বাদ নেওয়ার শঙ্কাও তৈরি হয়েছিল। প্রথমার্ধে উদিনিস যে সুযোগটা পেয়েছিল তারা কাজে লাগাতে পারলে এগিয়ে যেতে পারতো। উদিনিস না পারলেও এসি মিলান ঠিকই সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায়। ২৯ মিনিটে পর্তুগাল ফরোয়ার্ড রাফায়েল লিয়াও গোলটি করেন।

পিছিয়ে পড়লেও উদিনিস দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে খেলায় ফিরে আসে। ৬৬ মিনিটে ডেসটিনি উদোগি করেন গোলটি।

এসি মিলানকে আবার এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন লিয়াও। কিন্তু তার শট গোললাইন থেকে ফিরিয়ে দিলে সান সিরো স্টেডিয়ামে হতাশা নেমে আসে। হতাশাটা কম নয় উদিনিসের। তারা শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত একের পর এক আক্রমণ রচনা করে গেছে। কিন্তু তারা গোল করতে পারেনি।

ড্র করে মিলান নিজেদের সৌভাগ্যবান ভাবতেই পারে। কেননা তাদের সময়টা ভালো যাচ্ছে না। লিগে গত ছয় ম্যাচে মাত্র দুটোতে জয়ের দেখা পেয়েছে তাদের।

এ ম্যাচে ড্র করায় কোচ স্টেফানো পিওলির হতাশ। তার বিশ্বাস তাদের জয় কেড়ে নেওয়া হয়েছে। পিওলির অভিযোগ উদিনিস গোল করার বলটি হ্যান্ডবল হয়েছিল। এ ব্যাপারে পিওলি বলেন, ‘আমরা মতে এটা নিষ্কলুশ গোল নয়। গোলের আগে বলটি হ্যান্ডবল হয়েছিল। রেফারি এটা দেখতে পারেনি। কিন্তু তিনি ভিএআর ব্যবহার করলেন না কেন তা বুঝতে পারছি না। ভুল হলে তা সংশোধনের জন্য পথ রয়েছে। এরই মধ্যে আমরা একাধিকবার এমন শাস্তি পেয়েছি।’

এসি মিলানের পয়েন্ট হারানোর সুযোগে ইন্টারের মিলানের সামনে সুযোগ এসেছিল শীর্ষস্থান দখলের। কিন্তু তারা হয়তো শীর্ষে যেতে চায়নি। সে কারণে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা জেনোয়ার বিপক্ষে জিততে পারেনি। আগের ২৬ ম্যাচে মাত্র একটাতে জয় পাওয়া জেনোয়ার জালে তারা বলই ফেলতে পারেনি। এর ফলে তারা টানা চার ম্যাচ জয়শূন্য থাকলো।ইন্টার মিলান প্রথমার্ধে গোল করার একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেছেন হাকান কালহানোগলু। বল বাইরে মারেন তিনি।

২৬ ম্যাচ শেষে ইন্টার মিলান ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে এসি মিলান ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। তবে তারা একটা ম্যাচ বেশি খেলেছে। ফলে ইন্টার মিলানের সামনে এখনও শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে।

মন্তব্য