মেসির অ্যাসিস্ট ও এমবাপের ঝলকে জয় পিএসজির

ক্রীড়া ডেস্ক
মেসির অ্যাসিস্ট ও এমবাপের ঝলকে জয় পিএসজির

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমার- সবাই ছিলেন মাঠে। তারপরও লা লিগায় প্যারিস সেন্ত জার্মেইয়ের বুকে কাঁপন ধরেছিল। শনিবার সেইন্ট এতিয়েন তাদেরকে আরও একটা হারের শঙ্কায় ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত তা হয়নি। এক গোলে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এ জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা থেকে ১৬ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। ফলে লিগ শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।

ফ্রেঞ্চ স্ট্রাইকার কিলিয়ান এমবাপে জোড়া গোল করেছেন। পিএসজির হয়ে অন্য গোলটি করেন দানিলো পেরেইরা। ম্যাচে গোল পাননি মেসি। তার গোল না পাওয়া নিয়ে হা হুতাশার শেষ নেই। তবে এ ম্যাচে গোল না পেলেও হা হুতাশা একটু কমিয়েছেন। কেননা দুটো গোলের রূপকার ছিলেন তিনি। আর দুই গোলের রূপকার হয়ে তিনি লা লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় নেতৃত্ব দিয়েছেন। ১০টি গোলে অ্যাসিস্ট করেছেন এ আর্জেন্টাইন।

ম্যাচে শেষ হাসিমুখে পিএসজি মাঠ ছাড়লেও শুরুতে তাদের স্বস্তি কেড়ে নিয়েছিল সেন্ত এতিয়েনে। ১৬ মিনিটে ডেনিস বোয়াঙ্গার গোলে তারা এগিয়ে গিয়েছিল। পিএসজি’র ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন তিনি। এ গোল হজমের পর পিএসজি শিবিরে আরও একটা হারের শঙ্কা পেয়ে বসেছিল। কেননা আগের ম্যাচে নতের কাছে তারা বিধস্ত হয়েছিল। ১-৩ গোলে হেরেছিল। ২৫ মিনিটে তেমনই আশঙ্কা জোড়ালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু গোল পায়নি এতিয়েনে।

হারের শঙ্কা থেকে দ্রুত পিএসজি নিজেদের বের করে নেয়। বিরতির আগেই মেসির পাস থেকে এমবাপে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। বিরতির পরপরই আবার স্কোরশিটে নাম লেখান এমবাপে। ৪৭ মিনিটে পিএসজি দ্বিতীয় গোল পেয়ে যায়। আর তাতেই হারের শঙ্কাটা কেটে যায়। এ গোলে অসাধারণ দক্ষতার প্রমাণ রাখেন মেসি। তার চমৎকার ড্রিবলিংয়ের প্রদর্শনী ছিল এ গোলে। স্বল্প জায়গার মধ্যে ড্রিবলিংয়ে একাধিক ডিফেন্ডারকে পরাভূত করে এমবাপেকে বল দিয়েছিলেন মেসি। তা থেকে গোল করতে এমবাপের কোনো সমস্যা হয়নি। এ গোলের উৎসব শেষ হতে না হতেই মেসিরা পেয়ে যায় তৃতীয় গোল।

 

মন্তব্য