-->
পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

করোনায় বাদ পড়লেন হারিস রউফ

ক্রীড়া ডেস্ক
করোনায় বাদ পড়লেন হারিস রউফ

লম্বা বিরতির পর অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ সিরিজ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই পাকিস্তানের। কিন্তু সিরিজ শুরুর আগে একের এক এক ঘটনায় বিধ্বস্ত স্বাগতিক দল। ইনজুরির কারণে আগেই দল থেকে সরে দাঁড়িয়েছেন হাসান আলী ও ফাহিম আশরাফ। এবার তার সঙ্গে যোগ দিয়েছেন হারিস রউফ। করোনাভাইরাসের কারণে প্রথম টেস্টে তার খেলা হচ্ছে না। আগামী শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট।

হারিস রউফের পরিবর্তে দলে এসেছেন নাসিম শাহ। দলে আগে থেকে ছিলেন নাসিম শাহ, তবে রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

করোনার কারণে হারিস রউফের টেস্ট খেলার স্বপ্নটা আরও একবার ধাক্কা খেল। এরই মধ্যে রাউফের ওয়ানডে ও টি-২০ তে খেলা হলেও টেস্ট অভিষেক হয়নি এখনো। গত সোমবার ইসলামাবাদে পৌঁছানোর পর পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। তার করোনা ধরা পড়ার পর দলে থাকা অন্যদেরও পরীক্ষা করা হয়। তবে তাদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

পজেটিভ হলেও রউফ দলের সঙ্গে থাকছেন, তবে আইসোলেশনে। পাঁচদিন পর তার আবার পরীক্ষা করা হবে।

অস্ট্রেলিয়া পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ১৯৯৮ সালের পর এই পাকিস্তান সফর করছে অস্ট্রেলিয়া।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, নুমান আলী, সাজিদ খান, সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শন মাসুদ ও জাহিদ মাহমুদ।

 

 

মন্তব্য

Beta version