ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে লিটন

নিজস্ব প্রতিবেদক
ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে লিটন

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত গেছে লিটন দাসের। এক সেঞ্চুরি ও এক ফিফটিতে হয়েছিলেন সিরিজ সেরা। সেই পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশের ওপেনার। অবনতি হয়েছে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের।

বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান লিটনের। একটি করে সেঞ্চুরি ও ফিফটিসহ ৭৪ দশমিক ৩৩ গড়ে করেন ২২৩ রান, দেড়শও ছুঁতে পারেননি আর কেউ। তাতে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে উঠে আসেন তিনি ৩২ নম্বরে। দুই ধাপ পিছিয়েছেন মুশফিক। সিরিজে তিন ম্যাচে ৯৬ রান করা এই কিপার-ব্যাটসম্যান আছেন ১৩ নম্বরে। অধিনায়ক তামিম ইকবালও পিছিয়েছেন দুই ধাপ, আছেন ২৩ নম্বরে।

সাকিব আল হাসান যথারীতি ২৫ নম্বরে আছেন। এক ধাপ এগিয়ে ৩৮ নম্বরে আছেন মাহমুদউল্লাহ। বোলারদের র‌্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে আছেন মিরাজ। সিরিজে তিন ম্যাচে অফ স্পিনে তার প্রাপ্তি ৩ উইকেট। এখানে দুই ধাপ পিছিয়ে ১২ নম্বরে আছেন সাকিব। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে নেমে গেছেন পেসার মোস্তাফিজুর রহমান।

মন্তব্য