দেশে চলছে যুদ্ধ। এমন সময় খেলা নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ কোথায়? তাই তো বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ ম্যাচের সূচী বাতিলের জন্য ফিফার কাছে আবেদন জানিয়েছে ইউক্রেন। আগামী ২৪ মার্চ তাদের স্কটল্যান্ডের বিরুদ্ধে প্লে অফ খেলার কথা রয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিত হওয়ার কথা ম্যাচটি।
কাতার বিশ্বকাপে ইউরোপ অঞ্চল থেকে প্লে অফে খেলার সুযোগ পেয়েছে ইউক্রেন। ‘ডি’ গ্রুপে রানার্স আপ দল তারা। এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফ্রান্স সরাসরি বিশ্বকাপের টিকেট পেয়েছে। রানার্স আপ হয়ে ইউক্রেন প্লে অফ খেলার অপেক্ষায় রয়েছে। কিন্তু রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনের বেশিরভাগ এলাকায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের বিভিন্ন এলাকায় যোগাযোগ বন্ধ। বিমান চলাচল ব্যবস্থাও বিধ্বস্ত। এমন অবস্থায় খেলোয়াড়দের পক্ষে বিদেশ ভ্রমণ কঠিন হয়ে পড়ায় ইউক্রেন কর্তৃপক্ষ ম্যাচটি বাতিল করার অনুরোধা জানিয়েছে।
ইউক্রেনের অনুরোধ সম্পর্কে ফিফা জানিয়েছে, উয়েফা এবং স্কটল্যান্ড ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। আমরা একটা উপযুক্ত সমাধানের খোঁজে রয়েছি।
এদিকে একটা সূত্র জানিয়েছে, ফিফা এবং উয়েফা ইউক্রেনকে সর্বাত্মক সহায়তা দেওয়ার অপেক্ষায় রয়েছি। যদি তারা চায় তাহলে আমরা খেলোয়াড়দের মুক্ত চলাচলের ব্যবস্থা করতে পারি। ইউক্রেনের বেশির ভাগ খেলোয়াড় এখন দেশে অবস্থান করছে। তাছাড়া ইউক্রেনের সরকার এ সময়ে ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুসদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। খেলোয়াড়রা সরকারের আবেদনে সাড়া দিয়ে এ মূহুর্তে দেশত্যাগে ইচ্ছুক নয়। তাছাড়া খেলোয়াড়রা এ মুহুর্তে অনুশীলনেও নেই।
মন্তব্য