-->
শীতকালীন প্যারা অলিম্পিক

ইউক্রেনের প্রথম পদক জয়

ক্রীড়া ডেস্ক
ইউক্রেনের প্রথম পদক জয়

বেইজিং শীতকালীন প্যারা অলিম্পিকে ইউক্রেন তাদের প্রথম পদক জয় করেছে। বাইঅ্যাথলিট তারাস রাড পুরুষদের স্প্রিন্টে রূপার পদক জয় করেছেন। ২৩ বছর বয়সী রাড ১৭.৫ সেকেন্ড সময় নিয়ে এ পদক জয় করেন। এ ইভেন্টে প্রথম হয়েছেন স্বাগতিক চীনের ঝিজু লিউ।

প্যারা অলিম্পিকে তারাস রাডের এটা দ্বিতীয় পদক। মধ্য পাল্লার দৌড়ে তিনি সোনার পদক জয় করেছিলেন।

প্যারা অলিম্পিকে ইউক্রেনের অংশ নেওয়া নিয়ে এবার শঙ্কা তৈরি হয়েছিল। দেশটিতে রাশিয়া আগ্রাসন চালানোর পর তাদের অলিম্পিকে অংশ নেওয়া নিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। কিন্তু তারাস রাড দলের অন্য সদস্যদের সঙ্গে চীনে চলে আসেন। গেমসের আগে দেশটির প্যারা অলিম্পিক প্রধান ভ্যালেরি সুসকেভিচ বলেন, গেমসে আমাদের দলের উপস্থিতির অর্থ হচ্ছে ইউক্রেন এখনো জীবিত আছে। এছাড়া অলৌকিক ঘটনা হচ্ছে গেমস আমাদের ছেলেরা পদক জয় করেছে।

চীনের বিখ্যাত বার্ড নেস্ট স্টেডিয়ামে শুক্রবার গেমসের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউক্রেনের সদস্যদের উষ্ণ সংবধনা জানানো হয়।

গেমসে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করা হয়েছে।

মন্তব্য

Beta version