-->

হারে শুরু নিগারদের বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক
হারে শুরু নিগারদের বিশ্বকাপ
উইকেট শিকারের পর জাহানারা আলমদের উল্লাস। তবে ম্যাচ শেষে এ উল্লাস আর থাকেনি।

নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ডানেডিনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরেছে। শনিবার ভোরে শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট হাতে নামা দক্ষিণ আফ্রিকা সব উইকেট হারিয়ে ২০৭ রান করেছিল। জবাবে বাংলাদেশ ১৭৫ রানে সব উইকেট হারায়।

টস জয়ের পর বাংলাদেশের অধিনায়ক দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। বোলাররা অধিনায়কের আস্থার জবাবটা ভালোভাবেই দিয়েছিলেন। নির্ধারিত বিরতিতে তারা উইকেট তুলে নিতে থাকে। ফলে ১১৯ রানে ৫ উইকেট তুলে নেয়। কিন্তু ষষ্ঠ উইকেটে প্রোটিয়া দুই ব্যাটার মারিজানে ক্যাপ ও চোলো ট্রাইয়ন ৭১ রানের জুটি গড়ে দলের সংগ্রহকে সমৃদ্ধ করে তোলেন। শেষ দিকে মাত্র ১৭ রানে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারালেও স্কোরবোর্ডে ২০৭ রান জমা করে।

বাংলাদেশের ফারিহা তৃষ্ণা ৩৫ রানে ৩ উইকেট নেন। এছাড়া জাহানারা আলম ও রিতু মনি দুটো করে উইকেট পান।

জবাবে বাংলাদেশের শুরুটা ভালো ছিল। শামীমা সুলতানা (২৭) ও শারমিন আকতার (৩৪) প্রথম উইকেটে ৬৯ রান জমা করেছিলেন। তারপর বাংলাদেশের ওপর দিয়ে একটা ঝড় বয়ে যায়। সে ঝড়ে ৮৫ রানে যেতে মোট চার উইকেট নাই হয়ে যায়। পরে রুমানা আহমেদ ২১ রান। দুর্ভাগ্য অধিনায়ক নিগার সুলতানার। ২৯ রান করেও রান আউটের ফাঁদে পড়েন তিনি। শেষ দিকে রিতু মনি একটা চেষ্টা করেছিলেন। কিন্তু যোগ্য সতীর্থের অভাবে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ৩৮ বলে ২৭ করেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার সফল বোলার ছিলেন আয়াবোঙ্গা খাকা। ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের ইনিংসের প্রথম পাঁচ উইকেটের চারটিই নেন তিনি। অন্য উইকেটটি ছিল রান আউট। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন খাকা।

 

মন্তব্য

Beta version